IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলবেন না যশপ্রীত বুমরা!
Indian Cricket Team: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় নির্বাচকরা প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করলেও, বাকি তিন টেস্টের দল ঘোষণা এখনও বাকি।
নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেও হারতে হয়েছিল ভারচীয় দলকে। তবে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে এক দিন বাকি থাকতেই ম্যাচ জিতে সিরিজ়ে সমতায় ফিরেছে টিম ইন্ডিয়া। ভারতের জয়ের অন্যতম নায়ক হলেন যশপ্রীত বুমরা। তিনি দুরন্ত বোলিংয়ে ১০ উইকেট নেন। তবে সিরিজ়ের তৃতীয় টেস্টে তারকা ফাস্ট বোলারকে খেলতে নাও দেখা যেতে পারে।
রিপোর্ট অনুযায়ী রাজকোটে ১৫ ফেব্রুয়ারি থেকে আয়োজিত হতে চলা তৃতীয় টেস্টে বুমরাকে বিশ্রাম দিতে আগ্রহী জাতীয় দলের নির্বাচকরা। এই বিষয়ে তাঁরা টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কথাবার্তা বলবেন বলে শোনা যাচ্ছে। জাতীয় নির্বাচকরা মনে করছেন বুমরাকে যদি তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়, তাহলে তিনি সিরিজ়ের বাকি দুই ম্যাচে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামতে পারবেন। বুমরার বদলে বাকি বিকল্প নিয়ে ভাবনাচিন্তা করবেন নির্বাচকরা।
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করলেও, ভারতীয় নির্বাচকমণ্ডলী এখনও শেষ তিন টেস্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেনি। তৃতীয় টেস্টের আগে রবীন্দ্র জাডেজা, কেএল রাহুল ফিট হবেন কি না, সেই নিয়ে তো প্রশ্নচিহ্ন রয়েইছে, পাশাপাশি বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে বিরাট কোহলিকে নিয়েও। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ঠিক কী কারণে তিনি খেলছেন না, বোর্ডের তরফে অবশ্য তা খোলসা করা হয়নি।
শোনা যাচ্ছিল ফের একবার বাবা হচ্ছেন কোহলি। সমস্ত জল্পনার অবসান ঘটান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এ বি ডিভিলিয়ার্স (AB De Villiers)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতি নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটান তিনি। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) কোলে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান (Second Child), জানিয়েছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।
তৃতীয় টেস্টের দলে কি ফিরবেন বিরাট কোহলি? এখনও সংশয় রয়েছে ভারতীয় শিবিরে। সোমবার দিনের খেলার শেষে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, 'নির্বাচকেরা বলতে পারবেন বিরাটকে পরের ম্যাচে পাওয়া যাবে কি না। ওর সঙ্গে কথা বলা হবে। ২-১ দিনের মধ্যে দল নির্বাচন করা হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: টিম হোটেলের সামনেই বন্দুক ঠেকিয়ে ছিনতাই, ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী মুম্বই ইন্ডিয়ান্স প্রাক্তনী