Joe Root: ব্রিসবেনে টেস্ট কেরিয়ারের ৪০ তম শতরান রুটের, সচিনের রেকর্ড কি অক্ষত থাকবে?
Ashes 2025: এই মুহূর্তে রুটের ঝুলিতে রয়েছে ২৯১ ইনিংসে ১৩৬৮৬ রান। নিজের কেরিয়ারে ৫১.৪৫ গড়ে ৪০টি শতরান হাঁকিয়েছেন। এছাড়া রয়েছে ৬৬টি অর্ধশতরানও।

ব্রিসবেন: অস্ট্রেলিয়ার যদি মিচেল স্টার্ক থাকেন, তো ইংল্যান্ডের জো রুট। অজি পেসার গাব্বা টেস্টের প্রথম দিনে একাই ৬ উইকেট তুলে নিয়েছিলেন। অন্য়দিকে জো রুট ব্যাট হাতে অপরাজিত শতরান হাঁকালেন। ব্রিসবেনে গোলাপি বলের দিন রাতের টেস্টে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলেন ডানহাতি ইংরেজ ব্য়াটার। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলেছে ইংল্য়ান্ড। নিজের টেস্ট কেরিয়ারের ৪০ তম শতরান হাঁকালেন রুট। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের আরও কাছে পৌঁছে গেলেন রুট।
এই মুহূর্তে রুটের ঝুলিতে রয়েছে ২৯১ ইনিংসে ১৩৬৮৬ রান। নিজের কেরিয়ারে ৫১.৪৫ গড়ে ৪০টি শতরান হাঁকিয়েছেন। এছাড়া রয়েছে ৬৬টি অর্ধশতরানও। মাস্টার ব্লাস্টার তাঁর টেস্ট কেরিয়ারে ২০০ টেস্ট খেলে মোট ১৫৯২১ রান করেছিলেন। ৫৩.৭৮ গড়ে মোট ৫১টি শতরান হাঁকিয়েছিলেন সচিন। ঝুলিতে ছিল ৬৮ অর্ধশতরান। অর্থাৎ সচিনকে টেক্কা দিতে এখন আর ২২৩৫ রান দূরে রয়েছেন রুট।
কেরিয়ারে ৪০টি শতরান হাঁকানো রুটের এটিই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি। বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে এতদিন সেঞ্চুরি করেছেন রুট টেস্টে। কিন্তু অজি ভূমিতে এতদিন কোনও শতরান করতে পারেননি লাল বলের ফর্ম্য়াটে। এবার সেই কাজটিও করে ফেললেন।
View this post on Instagram
এদিকে, গাব্বা টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬ উইকেট ঝুলিতে পুরে রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক। টেক্কা দিলেন কিংবদন্তি ওয়াসিম আক্রমকে। হ্যারি ব্রুক, বেন ডাকেট, ওলি পোপের উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই এক মাইলস্টোন গড়ে ফেলেন স্টার্ক। টেস্ট ক্রিকেটে বাঁহাতি পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব এখন স্টার্কের দখলেই। তিনি টেক্কা দিলেন প্রাক্তন পাক কিংবদন্তিকে। ১০২ টেস্টে এই মুহূর্তে আক্রম ঝুলিতে পুরেছেন মোট ৪১৫ উইকেট। কেরিয়ারে ১৭ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন স্টার্ক। ৩ বার ম্য়াচে ১০ উইকেট নিয়েছেন।
টেস্টে ১০৪ ম্যাচে মোট ৪১৪ উইকেট ঝুলিতে পুরেছিলেন আক্রম। স্টার্ক কিন্তু দুটো ম্য়াচ কম খেলেই আক্রমকে টেক্কা দিয়ে দিলেন। চলতি অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাত উইকেট ঝুলিতে পুরেছিলেন স্টার্ক। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। প্রথম টেস্টে ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন বাঁহাতি অজি পেসার।




















