Suryakumar Yadav: এনসিএর ফিট সার্টিফিকেট হাতে পেলেন, দলীপ ট্রফিতে ফাইনাল রাউন্ডে খেলছেন সূর্যকুমার
Duleep Trophy: দলীপ ট্রফিতে নাম থাকলেও মাঠে নামতে পারেননি। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিত রিহ্যাব চলছিল ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অধিনায়কের।
বেঙ্গালুরু: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে দুর্দান্ত সাফল্য পেয়েছিলেন। তাঁর নেতৃত্বে ভারত ৩-০ ব্যবধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতেছিল। এরপর বুচিবাবু টুর্নামেন্ট খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। দলীপ ট্রফিতে নাম থাকলেও মাঠে নামতে পারেননি। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব চলছিল ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অধিনায়কের। এবার সেখান থেকে ফিট সার্টফিকেট পেলেন ডানহাতি এই ব্য়াটার। সেক্ষেত্রে দলীপ ট্রফিতে ফাইনাল রাউন্ডে মাঠে নামলে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।
দলীপ ট্রফিতে ইন্ডিয়া 'বি' দলে সরফরাজ খানের বদলি হিসেবে ঢুকে পড়েছেন সূর্যকুমার যাদব। সরফরাজ বাংলাদেশের বিরুদ্ধে যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে, সেই দলের সদস্য। অভিন্য়ু ঈশ্বরণের নেতৃত্বাধীন ইন্ডিয়া বি দলের জার্সিতে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ম্য়াচ খেলছেন সূর্যকুমার। ইন্ডিয়া বি এবারের দলীপ ট্রফিতে নিজেদের অভিযান শুরু করেছিল জয়ের মধ্যে দিয়ে। ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে সেই ম্য়াচে ৭৬ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ইন্ডিয়া বি দল।
আরও পড়ুন: ভারতীয় ব্যাটিং অর্ডারে ধাক্কা দিলেন হাসান মাহমুদ, একে একে ফিরলেন রোহিত, গিল, বিরাট
এখনও পর্যন্ত ৮২টি প্রথম শ্রেণির ম্য়াচে ৫৬২৮ রান করেছেন। নিজের নামের পাশে ১৪টি সেঞ্চুরি করেছেন তিনি। কিছুদিন আগেই আইসিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার জানিয়েছিলেন যে টেস্ট ক্রিকেটে খেলাই তাঁর কেরিয়ারের অন্যতম লক্ষ্য। এই মুহূর্তে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দেশের অধিনায়ক সূর্য। ওয়ান ডে ফর্ম্য়াটেও জায়গা পাকা না হলেও গত বছর বিশ্বকাপে স্কোয়াডে ছিলেন। টেস্টে অবশ্য নিজের প্রয়োজনীয়তা এখনও বোঝাতে পারেননি সূর্য। তিনি বলেছিলেন, ''টেস্ট ক্রিকেট খেলা আমার লক্ষ্য। লাল বলের ক্রিকেটকে আমি সবসময় প্রাধান্য দিই। ওই ফর্ম্যাটে নিজের জায়গা পাকা করতে চাই। ছোট বেলা থেকে ময়দানে ক্রিকেট যখন খেলতাম, তখন লাল চেরি বলেই খেলতাম। তাই টেস্ট ক্রিকেট খেলাটা প্রাধান্য আমার কাছে।''
কিছুদিন আগেই ছিল সূর্যকুমার যাদবের জন্মদিন। নিজের জন্মদিন সেলিব্রেশন ও কেক কাটার ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন সূর্যকুমার। ভক্তদের ধন্যবাদও জানিয়েছিলেন তিনি।
View this post on Instagram