IND vs NZ 1st T20I: বরুণদেবের দাপটে ভেস্তে গেল প্রথম টি-টোয়েন্টি
IND vs NZ: এরপর ২০ নভেম্বর, রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন হওয়ার কথা কেন উইলিয়ামসনের শহর মাউন্ট মাঙ্গানুইতে।
ওয়েলিংটন: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেই দুই দল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। তারপর আজ প্রথম টি-টোয়েন্টিতে (IND vs NZ 1st T20I) মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত (Team India) ও নিউজিল্যান্ডের (New Zealand Cricket Team)। দুই দলই বিশ্বকাপের হতাশা কাটিয়ে নতুন শুরুর আশায় ছিল। তবে তা আজ অন্তত সম্ভব হল না। ওয়েলিংটনে প্রবল বৃষ্টির জেরে এক বলও খেলা হওয়ার আগেই ভেস্তে গেল তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
বাতিল প্রথম ম্যাচ
ভারতীয় সময় অনুযায়ী ১২টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির ফলে ম্যাচের টস পর্যন্ত আয়োজন করা সম্ভব হয়নি। বৃষ্টি মাঝে হালকা কমলেও, ফের তার প্রভাব বাড়ে। উপরন্তু রাতের ম্যাচ হওয়ায় বৃষ্টি থামলেও, দ্রুত মাঠ শুকিয়ে খেলা শুরু করা সম্ভবপর হত না। সেই কারণেই শেষমেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। এরপর ২০ নভেম্বর, রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন হওয়ার কথা কেন উইলিয়ামসনের শহর মাউন্ট মাঙ্গানুইতে। সেই ম্যাচে ভাল আবহওয়ার আশা করবেন দুই দলের সমর্থক থেকে খেলোয়াড়রা, সকলেই।
View this post on Instagram
ভিন্ন ম্যাচ
অবশ্য বৃষ্টিতে মাঠে ক্রিকেট ম্যাচ ভেস্তে গেলেও, ভারতীয় ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা নিজেদের মধ্যে অন্য ম্যাচ খেলে সময় কাটালেন। বৃষ্টির জেরে খেলা বন্ধ হওয়ায় সময় কাটানোর উদ্দেশে ইন্ডোরেই ফুট ভলিবলে মজেন ভারতীয় ও কিউয়ি খেলোয়াড়রা। বিসিসিআইয়ের তরফে সেই ভিডিও পোস্টও করা হয়েছে। ভিডিওয় একদিকে যুজবেন্দ্র চাহাল, ইশ সোধি, সঞ্জু স্যামসনের বিপরীতে টিম সাউদিদের খেলতে দেখা যাচ্ছে। নেট নেই তো কী, তার বদলে চেয়ার দিয়ে তৈরি হয়েছে কাল্পনিক নেট। বেশ মজার ছলেই ফুট ভলিবল উপযোগ করতে দেখা গেল খেলোয়াড়দের।
আরও পড়ুন: নিউজিল্যান্ডেই জাতীয় দলের হয়ে অভিষেক, সেই দেশে ফিরে স্মৃতির সাগরে ডুব দিলেন শুভমন গিল