AUS Vs SL, Innings Highlights: ওপেনারদের দৌরাত্ম্যের পর শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস নামালেন জাম্পা, জয়ের জন্য অস্ট্রেলিয়ার টার্গেট ২১০
Adam Zampa: নিজের আট ওভারে ৪৭ রানের বিনিময়ে চারটি উইকেট নেন অ্যাডাম জাম্পা।
লখনউ: নবাবদের শহরে এখনও পর্যন্ত বিশ্বকাপে (ODI World Cup 2023) প্রথম জয়ের খোঁজে থাকা দুই দল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া (AUS vs SL) একে অপরের মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে দুই লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরা দুরন্ত শুরুটা করলেও, অস্ট্রেলিয়ান তারকা স্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa) লঙ্কান ইনিংসে ধস নামান। ৫২ রানের ব্যবধানে নয় উইকেট হারিয়ে ২০৯ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। জাম্পা চারটি উইকেট নেন।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। দলের দুই ওপেনার পাওয়ার প্লেতে দেখেশুনে ইনিংস এগিয়ে নিয়ে যান। পাওয়ার প্লের শেষ ওভারে ৫০ রানের গণ্ডি পার করে দ্বীপরাষ্ট্র। তবে পাওয়ার প্লের ১০ ওভার শেষ হলে, তাঁদের রান করার গতি বরং বেড়ে যায়। ১৮তম ওভারে কোনও উইকেট না হারিয়েই বোর্ডে ১০০ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। কুশল পেরেরা ৫৭ ও নিসাঙ্কা ৫৮ বলে নিজেদের ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন।
অবশেষে অজ়ি অধিনায়ক প্যাট কামিন্স ৬১ রানে নিসাঙ্কাকে ফিরিয়ে ১২৫ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন। তবে দুই ওপেনার শ্রীলঙ্কার হয়ে বড় রানের ভিত গড়ে দেন। কামিন্সই অপর ওপেনার পেরারাকেও ৭৮ রানে ফেরান। এরপরই দ্বীপরাষ্ট্রের ব্যাটিং ধস নামা শুরু হয়। নিজের স্পিন ফাঁদে একে একে গত ম্যাচের দুই সেঞ্চুরিয়ান মেন্ডিস (৯) ও সাদিরা সামারাবিক্রমাকে (৮) ফেরান জাম্পা। তারপর চামিকা করুণারত্নে (২) ও মাহিশ থিকশানারও (০) শিকার করেন তিনি।
জাম্পাকে বল হাতে যোগ্য সঙ্গ দেন মিচেল স্টার্ক। শুরুতে যেখানে কামিন্স কামাল করেন, সেখানে শেষের দিকে স্টার্কের লঙ্কান ব্য়াটার উইকেট ভাঙেন। কোনওক্রমে দুইশো রানের গণ্ডি পার করে শ্রীলঙ্কা। তবে তারপর আর বেশিদূর এগোতে পারেনি তারা। লাহিরু কুমারাকে বোল্ড করে ২০৯ রানেই শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন স্টার্ক। এখনও পর্যন্ত জয়হীন অস্ট্রেলিয়াকে তাই খাতা খোলার জন্য ২১০ রানের ছোট লক্ষ্যই তাড়া করতে হবে। অবশ্য ছোট লক্ষ্য বরাবরই বেশ চাপের হয়। লঙ্কান বোলাররা অজ়িদের চাপে ফেলতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: অবশেষে সত্যি হল জল্পনা, ২০২৮ অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হল ক্রিকেট