(Source: ECI/ABP News/ABP Majha)
PAK vs BAN: ট্রফির সঙ্গে শান্তির ঘুম, মেসি-রোহিতকে মনে করালেন বাংলাদেশ অধিনায়ক শান্ত
Najmul Hossain Shanto: পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে শান মাসুদের নেতৃত্বাধীন দলকে ২-০ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ (PAK vs BAN)।
রাওয়ালপিণ্ডি: পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে শান মাসুদের নেতৃত্বাধীন দলকে ২-০ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ (PAK vs BAN)। পাকিস্তানের মাটি থেকে এই প্রথম টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ।
আর ঐতিহাসিক সিরিজ জয়ের পর লিওনেল মেসি (Lionel Messi), রোহিত শর্মাদের (Rohit Sharma) মনে করালেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। তিনি টেস্ট সিরিজ জয়ের পর পাওয়া ট্রফি নিয়ে ঘুমোলেন। ঠিক যেভাবে ফুটবল বিশ্বকাপ জয়ের পর আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন। বা অধিনায়ক হিসাবে প্রথম আইসিসি ট্রফি জেতার পর টি-২০ বিশ্বকাপ নিয়ে শান্তির ঘুম ঘুমিয়েছিলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
নাজমুল নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ট্রফি নিয়ে ঘুমনোর ছবি পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'সুপ্রভাত।'
প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পা রাখার পর থেকে দেশের বাইরে বাংলাদেশের দ্বিতীয় সিরিজ জয় এটি। তবে পাকিস্তানের মতো শক্তিশালী কোনও দলের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ ব্যবধানে বাংলাদেশ সিরিজ জিতলেও সেবার চুক্তি সংক্রান্ত সমস্যায় খেলেননি ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ক্রিকেটারদের কেউই। বাংলাদেশ সিরিজ জিতেছিল দ্বিতীয় সারির ক্যারিবিয়ান দলের বিপক্ষে।
Bangladesh rockets to fourth place in the #WTC25 standings after their historic series win over Pakistan! 🇧🇩👏#BCB #Cricket #Bangladesh #PAKvBAN #WTC25 pic.twitter.com/eIpZLVfSTx
— Bangladesh Cricket (@BCBtigers) September 3, 2024
পাকিস্তানের বিরুদ্ধে জয় তাই বাংলাদেশের কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আরও বেশি স্মরণীয়। নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে আগে কেবল একবারই দেশের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। ২ বছর আগে, ২০২২ সালে তারা তিন ম্যাচের সিরিজের সবকটি ম্যাচ হেরেছিল ইংল্যান্ডের কাছে।
আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা