এর মধ্যে শোরগোল পড়ে গিয়েছে একটি আলোচনাকে ঘিরে। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলই হয়তো শেষ আইপিএল হতে পারে মহেন্দ্র সিংহ ধোনির। পরের আইপিএলে মাহিকে দেখা যাবে কি না, কোনও নিশ্চয়তা নেই। ধোনির বিদায়ের পর কি পন্থকে সেই জায়গায় দলে নেবে চেন্নাই সুপার কিংস?

জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত অন্তত সেরকমই মনে করছেন। জানিয়েছেন, ধোনির আদর্শ বিকল্প হতে পারেন পন্থ। রুরকির উইকেটকিপার-ব্যাটারকে ধোনির বিকল্প হিসাবে দলে পেতে ঝাঁপাতে পারে পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে।

একটা দুর্ঘটনা কীভাবে সব ওলটপালট করে দিতে পারে তার অন্যতম উদাহরণ ঋষভ পন্থের জীবন। ছুটিতে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন গত ডিসেম্বরের এক রাতে। সেই সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। তারপর থেকে দীর্ঘদিন শয্য়াশায়ী ছিলেন। ডান হাঁটুতে হয়েছে একাধিক অস্ত্রোপচার। একটু সুস্থ হতেই বিছানা ছেড়েছেন পন্থ। ব্যাট বলের বৃত্তে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। চোটের জন্য গত মরসুমের আইপিএলে অংশ নিতে পারেননি। সেই সঙ্গেই বিশ্বকাপ-সহ একাধিক টুর্নামেন্টে দেখা যায়নি পন্থকে।