Ashwin on Rohit: 'প্রশ্ন উঠাটাই তো স্বাভাবিক', অফফর্মের রোহিত সমালোচনায় বিদ্ধ হওয়ায় মত অশ্বিনের
Rohit Sharma: নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে মাত্র দুই করেন রোহিত শর্মা।

নয়াদিল্লি: নাগপুরে ইংল্য়ান্ডকে প্রথম ওয়ান ডেতে কার্যত হেলায় হারিয়েছে ভারতীয় দল। কিন্তু এক বিষয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে, তা হল অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ফর্ম। ভারত জিতলেও প্রথম ওয়ান ডেতে রোহিতের সংগ্রহ সাত বলে মাত্র দুই রান করে সাজঘরে ফেরেন। সদ্য প্রাক্তন হওয়া রোহিতের সতীর্থ আর অশ্বিন (R Ashwin) কিন্তু মনে করছেন রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন উঠাটা খুবই স্বাভাবিক।
অশ্বিনের মতে ক্রিকেটারদের পারফরম্যান্স একটু এদিক ওদিক হলে প্রশ্ন উঠে, সমালোচনা হয়। একমাত্র ব্য়াটের মাধ্যমে রান করেই রোহিত এই সমালোচনা থামাতে পারেন। রোহিতের বর্তমান পরিস্থিতিকে 'ক্যাচ ২২' আখ্যা দিয়ে অশ্বিন বলেন, 'গোটা বিষয়টা রোহিতের দিক থেকে ভাবা হলে খুবই বিরক্তিকর। ও এই সিরিজে মনোনিবেশ করতে চায় এবং আগে ভাল পারফর্ম করেছে, তাই খেলা চালিয়ে যেতে আগ্রহী। অতীতের পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস নিয়ে আসন্ন টুর্নামেন্টে খেলতে নামবে বলে ভাবছে ও।'
তিনি যোগ করেন, 'তবে লোকজন তো প্রশ্ন তুলবেই। যারা খেলা দেখছেন, তাঁরা প্রশ্ন তুলবেনই। এটা অনেকটা ক্যাচ ২২-র পরিস্থিতি। এই প্রশ্নগুলিকে থামানো সম্ভব নয়। এই প্রশ্নগুলি কখন থামবে? যখন আবার ও পারফর্ম করা শুরু করবে।'
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় শুরুর আগেও রোহিত সমালোচিত হন। তাঁর অবসর নিয়ে প্রশ্নও করা হয়। সেই প্রশ্নেই মেজাজও হারান ভারতীয় অধিনায়ক। টেস্টে রান না পাওয়ার পর প্রিয় ফর্ম্যাটে ফিরে আত্মবিশ্বাসী? নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের আগে রোহিতকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। যে প্রশ্ন শুনেই মেজাজ হারান রোহিত।
কিছুক্ষণ ভেবে বলেন, 'এটা কী ধরনের প্রশ্ন?' তারপর রোহিত বলেন, 'এটা আলাদা ফর্ম্যাট। আলাদা সময়। ক্রিকেটার হিসাবে আমরা জানি চড়াই উতরাই থাকবে। প্রত্যেকের এই অভিজ্ঞতা হয়। আমারও হয়েছে। আমরা জানি প্রত্যেক ম্যাচ নতুন ম্যাচ। প্রত্যেক সিরিজ নতুন সিরিজ। আমি চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছি। অতীতে কী হয়েছে সেটা নিয়ে ভাবছি না। অনেক ভাল জিনিসও হয়েছে। ভবিষ্যতে কী অপেক্ষা করে রয়েছে সেটাই দেখতে চাই।'
এখানেই শেষ নয়। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, রোহিতের অবসর নিয়ে এত জল্পনা চলছে বিভিন্ন সংবাদমাধ্যমে, তিনি নিজে কী ভাবছেন? রোহিত বলেন, 'সামনে তিনটি ওয়ান ডে ও চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। এই পরিস্থিতিতে আমি ভবিষ্যৎ নিয়ে এখানে বসে কথা বলব, এর কী অর্থ? আর আমার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তো সংবাদমাধ্যমে বেশ কয়েক বছর ধরেই চলছে। আমি এখানে জবাবদিহি করতে বসে নেই। আমার কাছে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও চ্যাম্পিয়ন্স ট্রফি ভীষণ গুরুত্বপূর্ণ। আমার সম্পূর্ণ মনোযোগ এখন তার দিকেই। পরে কী হবে দেখা যাবে।'
সবমিলিয়ে রোহিতের সময়টা যে ভাল যাচ্ছে না, তা কিন্তু বলাই বাহুল্য। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতে ব্যাট হাতে এর জবাব দিতে পারেন কি না, সেটাই এবার দেখার।
আরও পড়ুন: সম্পূর্ণ হয়েছে স্ক্যানসহ সমস্ত পরীক্ষা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তাহলে অবশেষে খেলবেন বুমরা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
