INDW vs BANW: স্পিন ত্রয়ীর ফাঁদে নাস্তানাবুদ বাংলাদেশ, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সহজ জয় পেলেন মান্ধানারা
Indian Women's Team: ভারতের হয়ে ২৪ বলে ৪১ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন হেমলতা।
সিলেট: বাংলাদেশের মহিলা দলের বিরুদ্ধে ভারতীয় দলের (INDW vs BANW) দাপট অব্যাহত। টি-টোয়েন্টি সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ ১৯ রানে জিতল ওমেন ইন ব্লু। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে কার্যত হেলায় হারাল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল। সৌজন্যে স্পিন ত্রয়ীর দুরন্ত বোলিং।
রাধা যাদব (Radha Yadav), শ্রেয়াঙ্কা পাতিল এবং দীপ্তি শর্মার দাপটে প্রথমে ব্যাট করে মাত্র ১১৯ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ভারতীয় দল ৫.২ ওভারেই এক উইকেটে ৪৭ রান তুলে ফেলে। এরপরে বৃষ্টি নামায় আর খেলা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ১৯ রানে জয় পায় ভারত।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দিলারা আখতার প্রথম ওভারেই দুইটি চার মেরে শুরুটা ভাল করেন। তবে ঠিক দ্বিতীয় ওভারেই দীপ্তি শর্মাকে স্লগ স্যুইপ মারতে গিয়ে ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে ব্যর্থ হন তিনি। ১০ রানে আউট হন দিলারা। পরের ওভারে আরেক ওপেনার মুর্শিদা খাতুন ক্যাচ তুলেছিলেন বটে, তবে হরমনপ্রীত তা ধরতে পারেননি। তিনি ও শোভানা দ্বিতীয় উইকেটে ২৮ রান যোগ করেন। তবে বাংলাদেশকে পাওয়ার প্লের শেষ ওভারে ধাক্কা দেন শ্রেয়াঙ্কা। ১৯ রানে ফেরান শোভানাকে।
এরপর নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ মুর্শিদা খাতুন ৪৬ রান করলেও, আর তেমন বড় রান কেউ পাননি। রীতু মণি ২০ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে রাধা তিন এবং দীপ্তি ও শ্রেয়াঙ্কা দুইটি করে উইকেট নিয়ে বাংলাদেশকে অল্প রানেই অল আউট করে দেয়।
🚨 Update from Sylhet 🚨
— BCCI Women (@BCCIWomen) April 30, 2024
The 2nd #BANvIND T20I has been called off due to rain#TeamIndia win the match by 19 runs (DLS Method) and take a 2-0 lead in the series 👏👏
Scorecard ▶️ https://t.co/zNNKipwiPm pic.twitter.com/0Ow5KmZGjp
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই শেফালি বর্মাকে শূন্য রানে ফেরান মারুফা আখতার। তবে হেমলতা ঝড়ের গতিতে ব্যাটিং করতে থাকেন। তাঁর দৌলতে ভারত সবসময়ই ম্যাচে এগিয়ে ছিল। মান্ধানা মাত্র পাঁচ রান করে অপরাজিত থাকেন। বৃষ্টি নামলে ভারত ৫.২ ওভারে এক উইকেটে ৪৭ রান তুলে ফেলে। আর খেলা না হলেও, ডাকওয়ার্থ লুইস নিয়মে ম্যাচ জিতে নেয় ওমেন ইন ব্লু।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পারফর্ম করেও বিশ্বকাপের মূল দল থেকে বাদ রিঙ্কু! ক্ষুব্ধ নেটপাড়া