Shakib Al Hasan: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শাকিবকে নিয়ে বড় বয়ান দিলেন বিসিবির নির্বাচক প্রধান
Shakib Al Hasan Update: যা শুরু হতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে দুটো টেস্টের মাধ্যমে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের পর ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো করে টেস্ট খেলবে ভারত।
ঢাকা: দেশের জার্সিতে মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় না। বিশেষ বিশেষ টুর্নামেন্ট, সিরিজে বেছে বেছে খেলেন, এমন অভিযোগ তাঁকে নিয়ে হামেশাই উঠেছে। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাকেই প্রাধান্য দিয়ে থাকেন, এমনটাই জানানো হয়ে শাকিব আল হাসানের বিষয়ে। কিন্তু এবার বিসিবির প্রধান নির্বাচক গাজি আসরাফ হোসেন জানিয়ে দিয়েছেন যে চলতি বছরে বাংলাদেশের হয়ে সবগুলো টেস্টেই খেলবেন তারকা অলরাউন্ডার। উল্লেখ্য, চলতি বছরে আর আটটি টেস্ট খেলবে বাংলাদেশ। যা শুরু হতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে দুটো টেস্টের মাধ্যমে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের পর ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো করে টেস্ট খেলবে ভারত।
এর আগে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক নিজেকে শুধুমাত্র পাকিস্তান সিরিজের জন্য তৈরি রেখেছিলেন। জানিয়েছিলেন ভারতের বিরুদ্ধে সিরিজে তিনি নাও খেলতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে হয়ত বদলেছেন শাকিব। এদিন গাজি আসরাফ হোসেন জানিয়েছেন, ''জুলাইয়ের শেষের দিকে আমরা শাকিবের সঙ্গে কথা বলেছিলাম। ওর ফিটনেস নিয়ে কথা বলেছিলাম। জিম্বাবোয়ে সফরে আমরা ওর প্ল্যান সম্পর্কে বোঝার চেষ্টা করছিলাম। আমাদের আগামী ডিসেম্বর পর্যন্ত আটটি টেস্ট ম্য়াচ রয়েছে। শাকিব আমাদের বলেছে যে ও চেষ্টা করবে আটটি টেস্টেই খেলার। দলের সঙ্গে আগামী ১৪, ১৫ আগস্ট ও যোগ দেবে।''
বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার আওয়ামি লিগের ওপর ক্ষোভ ক্রমেই চড়া হচ্ছে। এই পরিস্থিতিতে শাকিবের দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। শাকিব কানাডা লিগে খেলছিলেন। সেখানেও তাঁকে বিদ্রুপ করা হয়েছে। শাকিব দেশের সবচেয়ে বড় তারকা প্লেয়ার। নির্বাচনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়। কারণ ওঁ একজন রাজনৈতিক ব্যক্তিত্বও। শাকিবের প্রতিভার জন্যই ওঁকে বাছাই করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
প্রথমে ঠিক ছিল, প্রথম টেস্টের চারদিন আগে, ১৭ অগাস্ট পাকিস্তানের মাটিতে পা রাখবেন বাংলাদেশের ক্রিকেটারেরা। তবে রাজনৈতিক অস্থিরতা ও দেশজোড়া বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল বাংলাদেশ। যে কারণে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতিই সারতে পারেনি বাংলাদেশ। সেই কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ড চায় বাংলাদেশের ক্রিকেটারেরা নির্ধারিত সময়ের আগে সে দেশে পৌঁছে যান। ১৩ অগাস্ট, মঙ্গলবার পাকিস্তানে যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছে পিসিবি।