ICC WC 2023: ভারত-পাকিস্তান নয়, সৌরভের মতে বিশ্বকাপে গুণগত মানে এগিয়ে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ
ICC World Cup 2023: আসন্ন বিশ্বকাপে ভারতীয় দল ৫ অক্টোবর অস্ট্রেলিয়া ও ১৫ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে।
নয়াদিল্লি: সদ্যই আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের (ICC WC 2023) সূচি প্রকাশ্যে এসেছে। আর বিশ্বকাপ মানেই ভারত-পাকিস্তানের দ্বৈরথ। ১৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ আয়োজিত হবে। সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তবে প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কিন্তু ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচের থেকেও ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) ম্যাচ নিয়ে বেশি উৎসাহী।
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ বেশি ভাল
সৌরভের মতে বিশ্বকাপে সমর্থকদের মধ্যে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে বেশি মতামাতি এবং উৎসাহ থাকলেও, ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয়। সৌরভ বলেন, 'এই ম্যাচ (ভারত-পাকিস্তান) ঘিরে সমর্থকদের মধ্যে প্রচুর উন্মাদনা চোখে পড়ে। তবে সত্যি বলতে বহুদিন ধরে ম্যাচগুলিতে কিন্তু ততটা ল়ড়াই চোখে পড়েনি। একপেশেভাবে ভারত একের পর এক ম্যাচ জিতেছে। দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেই সম্ভবত প্রথমবার পাকিস্তান ভারতকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। আমার মতে ভারত ওই টুর্নামেন্টে ভাল খেলতে পারেনি। সেই তুলনায় ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচগুলির গুণগত মান কিন্তু অনেকটাই বেশি ভাল হয়।'
তবে বর্তমান পাকিস্তান দল যে ভাল, সেকথাও মেনে নিচ্ছেন সৌরভ। তাই এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ভাল লড়াই দেখা যেতেই পারে বলে মনে করছেন তিনি। 'পাকিস্তান দলটা কিন্তু ভাল, তাই একটা ভাল ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাটা উইকেটে পাকিস্তান ভাল দল হয়ে যায়, কারণ ওদের ব্যাটাররা ওই পরিবেশকে কাজে লাগাতে পারে। ওদের ফাস্ট বোলাররাও ওই পরিবেশে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তবে সিম বা সুইং হলে ভারতীয় দল কিন্তু বেশি ভাল খেলে। কারণ ভারতীয় দলের ব্যাটিংয়ের গুণগত মান ভাল। এটা নিঃসন্দেহে বড় ম্যাচ হতে চলেছে। তবে ম্য়াচে পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।' দাবি সৌরভের।
বিশ্বকাপে বড় দায়িত্ব পাবেন সৌরভ?
আপাতত ক্রিকেট প্রশাসনে নেই সৌরভ। কুলিং অফ পিরিয়ড চলছে। কিন্তু প্রবাদপ্রতিম আন্তর্জাতিক ক্রিকেটার ও প্রাক্তন প্রশাসকের মগজাস্ত্রকে কাজে লাগাতে তৎপর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়। সিএবি সভাপতি বলছেন, 'বিশ্বকাপের আয়োজক কমিটি তৈরি করা হবে। সিএবি সংবিধানে হয়তো এইরকম কমিটির উল্লেখ নেই। কিন্তু দায়িত্ব ভাগাভাগি করে পালন করতে হবে। আয়োজক কমিটিতে মহারাজকে রাখার ভাবনা রয়েছে। ওর অভিজ্ঞতা কাজে লাগাতে চাই আমরা। খুব শীঘ্রই অ্যাপেক্স কমিটির বৈঠক ডাকব। সেখানেই সব চূড়ান্ত করে ফেলা হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?