Syed Mushtaq Ali T20: উইকেটহীন শামি, কেকেআরের সবচেয়ে দামি তারকার দল হারিয়ে দিল বাংলাকে
Mohammed Shami: দিন কয়েক আগেই রঞ্জি ট্রফিতে মধ্য প্রদেশকে হারিয়েছিল বাংলা। টি-২০ টুর্নামেন্টে বাংলাকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের দল। শামি ৪ ওভারে ৩৮ রান খরচ করলেও উইকেট পাননি।
রাজকোট: পরপর তিন ম্যাচে জয়। যার মধ্যে প্রথম দুই ম্যাচে বাংলা হারিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন পাঞ্জাব ও দুরন্ত ফর্মে থাকা তিলক বর্মার হায়দরাবাদকে। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে (SMAT) বাংলার জয়ের হ্যাটট্রিক দেখে উচ্ছ্বসিত ছিলেন বঙ্গ ক্রিকেটপ্রেমীরা। তবে সোনার সেই দৌড় অবশেষে থামল।
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বাংলাকে হারিয়ে দিল রজত পাতিদার, বেঙ্কটেশ আইয়ারদের মধ্য প্রদেশ। বাংলাকে ৬ উইকেটে হারাল মধ্য প্রদেশ। চলতি টুর্নামেন্টে এটাই বাংলার প্রথম পরাজয়।
আইপিএলের নিলামে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশি দর কষাকষি করেছিল বেঙ্কটেশ আইয়ারকে নিয়েই। গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম প্রধান কারিগর ছিলেন বেঙ্কটেশ। মধ্য প্রদেশের ক্রিকেটারকে রিটেন করেনি শাহরুখ খান-জুহি চাওলার দল। তবে নিলাম থেকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিয়েছে কেকেআর। বেঙ্কটেশই এখন নাইটদের শিবিরের সবচেয়ে দামি ক্রিকেটার।
আরও পড়ুন: দাদার ষড়যন্ত্র? ভোটে হেরে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রীর ভাই, ময়দান ছেড়ে না যাওয়ার বার্তা
শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করে বাংলা নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১৮৯/৯। শুরুতেই ঝড় তুলেছিলেন বাংলার দুই ওপেনার অভিষেক পোড়েল ও কর্ণ লাল। মাত্র ১৪ বলে ২ ছক্কা ও ২ চার মেরে ২৫ রান করেন অভিষেক। ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলেন কর্ণ। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৪ ওভারে ৪৬ রান তুলে ফেলে বাংলা। তিন নম্বরে নেমে শাকির হাবিব গাঁধী ২৩ বলে করেন ৩১। ২১ বলে ২৯ রান করেন অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। মাত্র ১৬ বলে ৩৭ রান করেন শাহবাজ আমেদ। তবে স্লগ ওভারে ৯ রানের মধ্যে চার উইকেট হারায় বাংলা।
জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে, ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে মধ্য প্রদেশ। ৪০ বলে ৬৮ রান করেন পাতিদার। ৩৩ বলে ৫০ শুভ্রাংশু সেনাপতির। ৯ বলে ১২ রানে অপরাজিত ছিলেন বেঙ্কটেশ। মহম্মদ শামি ৪ ওভারে ৩৮ রান খরচ করলেও কোনও উইকেট পাননি।
দিন কয়েক আগেই রঞ্জি ট্রফিতে মধ্য প্রদেশকে হারিয়েছিল বাংলা। টি-২০ টুর্নামেন্টে বাংলাকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের দল।
আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে