The Ashes 2023: কেরিয়ারের শেষটা রূপকথার মতো করলেন ব্রড, ৪৯ রানে পঞ্চম অ্যাশেজ টেস্টজয়ী ইংল্যান্ড
Stuart Broad: ৬০৪ টি টেস্ট উইকেট নিয়ে নিজের বর্ণময় কেরিয়ারে ইতি টানলেন স্টুয়ার্ট ব্রড।
লন্ডন: দিন দু'য়েক আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন অ্যাশেজ (The Ashes 2023) সিরিজ শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন। এক কিংবদন্তি ক্রিকেটারের কেরিয়ারের শেষটাও হল রূপকথার মতো। ওভালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টে (ENG vs AUS 5th Test) শেষ দুই উইকেট নিয়ে দলকে ম্যাচ জেতালেন স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। ২-২ সমতায় সিরিজ শেষ করল ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়া গত বারের অ্যাশেজ চ্যাম্পিয়ন হওয়ায় সিরিজ জয়ের ফলে তাঁদের কাছেই ট্রফিটা রইল। ৪৯ রানে পঞ্চম অ্যাশেজ টেস্ট জিতল ইংল্যান্ড।
দিনের প্রথম সেশনে ক্রিস ওকসের দুরন্ত বোলিংয়ে ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফিরতে হয়। ৬০ রানে আউট হন অজি ওপেনার। ভাঙে ওয়ার্নার এবং উসমান খাওয়াজার ১৪০ রানের দুরন্ত ওপেনিং পার্টনারশিপ। ওয়ার্নারকে আউট করার দুই ওভার পরেই আরেক ওপেনার খাওয়াজাকেও সাজঘরের রাস্তা দেখান ওকসই। খাওয়াজা ৭২ রানের ইনিংস খেলে এলবিডব্লু হন। মার্নাস লাবুশেনও ব্যাট হাতে ১৩ রানের বেশি করতে পারেননি। পরপর উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।
তবে অভিজ্ঞ স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের হাল ধরেন। লাঞ্চ অবধি আর কোনও উইকেট পড়েনি। তিন উইকেটের বিনিময়ে ২৩৮ রানে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের দুই দশকে ইংল্যান্ডের মাটিতে প্রথম অ্যাশেজ সিরিজ জয়ের জন্য পরবর্তী দুই সেশনে আর মাত্র ১৪৬ রানের প্রয়োজন ছিল। জয়ের জন্য এই পরিস্থিতিতে কামিন্সারই ফেভারিট ছিলেন। তবে দ্বিতীয় সেশন বৃষ্টিতে সম্পূর্ণভাবে ভেস্তে যায়। তৃতীয় সেশনে অবশ্য স্মিথ ও হেড নিজেদের দাপট অব্যাহত রাখেন। স্মিথ অর্ধশতরানের গণ্ডি পার করেন।
শতরানের দোরগোড়ায় থাকা হেড ও স্মিথের পার্টনারশিপ ভাঙেন মঈন আলি। তাঁর বলেই ৪৩ রানে সাজঘরে ফেরেন হেড। এরপর ওকস স্মিথকে ৫৪ রানে ফেরান। স্মিথ আউট হতেই অজি দলের ব্যাটিং ধস নামেন। এক রানের ব্যবধানে তিন উইকেট হারান অজিরা। মিচেল মার্শ (৬), স্টার্ক (০), পরপর আউট হন। কামিন্সও রান পাননি। টড মার্ফি ও অ্যালেক্স ক্যারি ক্রিজে টিকে থাকার কিছুটা চেষ্টা করেন বটে। তবে ব্যর্থ হন। মার্ফি ও ক্যারি, উভয়েরই উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে কাঙ্খিত জয় এনে দেন ব্রড। তাঁর বর্ণময় কেরিয়ারের শেষটা কিন্তু স্বপ্নের মতোই হল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: একদা তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল ঝাড়ু, ৫ বলই বদলে দেয় রিঙ্কুর জীবন