Yudhajit Guha: ব্যর্থ যুধাজিৎ-এনানের লড়াই, বাইশ গজে পাকিস্তানের কাছে হার ভারতের
India vs Pakistan: প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৮১ রান করে পাকিস্তান। ইনিংস ওপেন করতে নেমে শাহজাইব ১৪৭ বলে ১৫৯ রান করেন।
দুবাই: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারতের খেলতে যাওয়া নিয়ে এখনও জট অব্যাহত। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলছেন কেউ কেউ।
আর সেই পরিস্থিতিতে ক্রিকেটের বাইশ গজে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে ৪৩ রানে হারিয়ে দিল পাকিস্তান।
দুবাইয়ে আয়োজিত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ম্যাচে শনিবার ভারতকে হারাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পাক ওপেনার শাহজাইব খানের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চলতি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচে ভারতকে ৪৩ রানে হারাল। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৮১ রান করে পাকিস্তান। ইনিংস ওপেন করতে নেমে শাহজাইব ১৪৭ বলে ১৫৯ রান করেন। পাঁচটি চার ও ১০টি বিশাল ছক্কা মারেন তিনি। তিনি উসমান খান জুনিয়রের সঙ্গে ওপেনিং জুটিতে ১৬০ রান যোগ করেন। ৬০ রান করেন উসমান। ভারতের হয়ে বল হাতে সমর্থ নাগরাজ ৪৫ রানে তিন উইকেট পান। এছাড়া আয়ুষ মাত্রে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন। কিরণ চোরমলে ৪৬ রানে একটি এবং বাংলার ক্রিকেটার যুধাজিৎ গুহ ৪৬ রানে এক উইকেট নেন।
আরও পড়ুন: বুমরার পরিবারে খুশির দিন, শুভেচ্ছা জানালেন সদ্য বাবা-মা হওয়া রোহিত-রীতিকাও
জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৭.১ ওভারে ২৩৮ রানে অল আউট হয়ে যায়। আইপিএল নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকা দাম পাওয়া ১৩ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী ব্যাট হাতে ব্যর্থ। মাত্র ১ রান করে ফেরেন তিনি। ৯ বল খেলে। অলরাউন্ডার নিখিল কুমার ৬৭ রান করেন। শেষ উইকেটে মহম্মদ এনান এবং যুধাজিতের ৪৮ রানের জুটি ভারতকে লড়াইয়ে রেখেছিল। এনান ৩০ ও যুধাজিৎ ১৩ রান করেন।
India U19 put a solid fight but lose the match.
— BCCI (@BCCI) November 30, 2024
The team will look to bounce back in their next match 💪 #TeamIndia | #ACC | #ACCMensU19AsiaCup pic.twitter.com/NwFLloJJm9
তবে তাতে শেষরক্ষা হয়নি। ভারত শেষ পর্যন্ত ২৩৮ রানে অল আউট হয়ে যায়। পেসার আলি রাজা তিন উইকেট নিয়ে পাকিস্তানের বোলারদের সেরা। ম্যাচের সেরা হয়েছেন শাহজাইব।
আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে