Vijay Hazare Trophy: ঘরামির দুরন্ত ইনিংসেও মধ্যপ্রদেশের বিরুদ্ধে হার, তা সত্ত্বেও প্রি কোয়ার্টার ফাইনালে বাংলা
Bengal Cricket Team: বৃহস্পতিবার বঢোদরায় হরিয়ানার বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে বাংলা দল।
কলকাতা: পরপর দুরন্ত জয়ে বিজয় হাজারেতে (Vijay Hazare Trophy) তড় তড়িয়ে এগোচ্ছিল বাংলা দল। তবে সেই বিজয়রথ থামল মধ্যপ্রদেশের বিরুদ্ধে। সুদীপ ঘরামি (Sudip Kumar Gharami), মহম্মদ শামিরাও (Mohammed Shami) পারলেন না বাংলাকে জেতাতে।
মরশুমের শুরুর দিকে তাঁর ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তবে অধিনায়ক সুদীপ কুমার ঘরামি সদ্যই ফর্মে ফিরেছেন। গত ম্যাচে বিহারের বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ১০৭ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। মধ্যপ্রদেশের বিরুদ্ধেও সেঞ্চুরির পথেই অগ্রসর ছিলেন বাংলার অধিনায়ক। তবে সেঞ্চুরির এক রান আগেই থামতে হয় তাঁকে। ১২৫ বলে ৯৯ করেন তিনি। ওপেনিং পার্টনারশিপ না চললেও, দুই সুুদীপ বাংলার ইনিংসকে টেনে নিয়ে যান।
সুদীপ চট্টোপাধ্যায় ৪৭ রানে সাজঘরে ফেরেন। এরপর অনুষ্টুপ ঘরামির সঙ্গে মিলে ইনিংস খানিকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও, তেমনটা খুব বেশিক্ষণ হয়নি। শেষমেশ অষ্টম উইকেটে ৬৪ রানের পার্টনারশিপ বাংলাকে ২৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে। মহম্মদ শামি ৩৪ বলে অপরাজিত ৪২ রান করেন। ৫০ ওভারে বাংলা সাত উইকেটে ২৬৯ রান তোলে। লড়াইয়ের জন্য এই রান যথেষ্ট ছিল।
তবে বাংলার সব পরিকল্পনা ভেস্তে দেন রজত পাতিদার ও শুভম শর্মা। দুইজনে তৃতীয় উইকেটে ১৮৫ রান যোগ করেন। ঘরামির মতো শুভমও এক রানের জন্য সেঞ্চুরি মিস করেন। তবে রজত পাতিদার সুযোগ হাতছাড়া করার মুডে ছিলেন না। বিজয় হাজারেতে তাঁর অনবদ্য ফর্ম বজায় থাকল। অপরাজিত ১৩২ রান করে তিনি ২২ বল বাকি থাকতেই ছয় উইকেটে মধ্যপ্রদেশকে ম্যাচ জেতান। বাংলার হয়ে সায়ন ঘোষ সর্বাধিক দুই উইকেট নেন। শামি ৪০ রানে এক উইকেট নেন।
এই হারের ফলে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট হল বাংলার। নিয়ম হচ্ছে, পাঁচ গ্রুপের সেরা পাঁচ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। দ্বিতীয় সেরা দলগুলির মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট থাকা ছয়টি দল খেলবে প্রি কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে তিনটি দল জায়গা পাবে কোয়ার্টার ফাইনালে। বাংলা দ্বিতীয় হওয়ায় শামিদের প্রি কোয়ার্টার ফাইনাল খেলতে হবে। বৃহস্পতিবার বঢোদরায় হরিয়ানার বিরুদ্ধে খেলতে নামবে বাংলা। শামিরা শেষ আটে পৌঁছতে পারেন কি না এখন সেটাই দেখার।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফি হেরেছে ভারত, তবে বুমরার মহিমায় মুগ্ধ হেড থেকে পন্টিং