WTC Final: লর্ডসে বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, মাঠ থেকেই হাসপাতালে নিয়ে যেতে হল স্টিভ স্মিথকে
Steve Smith: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনে ক্যাচ ধরার চেষ্টা করে আঙুলে গুরুতর চোট পেলেন স্টিভ স্মিথ।

লন্ডন: লর্ডসে অস্ট্রেলিয়ার দেওয়া ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ২ উইকেট হারালেও ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa) । ক্রিজে জাঁকিয়ে বসেছেন এইডেন মারক্রাম ও তেম্বা বাভুমা । ম্যাচ জিতে ইতিহাস গড়তে আর একশোরও কম রান চাই প্রোটিয়াদের । এর মাঝেই বিরাট ধাক্কা খেল টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনে ক্যাচ ধরার চেষ্টা করে আঙুলে গুরুতর চোট পেলেন স্টিভ স্মিথ । মাঠ থেকেই তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে । গোটা অস্ট্রেলিয়া শিবিরে উদ্বেগ ।
হেলমেট পরে স্লিপের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার ক্যাচ ফেললেন স্মিথ । অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্কের বল বাভুমার ব্যাটের কানা ছুঁয়ে উড়ে গিয়েছিল স্লিপ কর্ডনে । অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ব্যাটার সুযোগটি কাজে লাগাতে পারেননি । ক্যাচটি ফেলে দেন । বাভুমা তখন মাত্র দু রানে ব্যাট করছিলেন ।
স্মিথ আঙুলে চোট পেয়েছেন । চিকিৎসার জন্য মাঠেই দৌড়ে আসেন অস্ট্রেলিয়া দলের ফিজিও । তাতেও লাভ হয়নি । স্মিথ আরও চিকিৎসার জন্য মাঠের বাইরে বেরিয়ে যান । দিনের শেষ সেশন শুরু হওয়ার সময় স্ক্যানের জন্য হাসপাতালে পাঠানো হয় তাঁকে । মাঠেই অস্ট্রেলীয় দলের চিকিৎসকেরা তাঁর চোট পরীক্ষা করেন এবং এক্স-রে ও আরও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান ।
A concern for Australia at the #WTC25 Final as Steve Smith leaves the field for treatment 👀
— ICC (@ICC) June 13, 2025
Details ⬇https://t.co/odWWfEBUQX
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, 'লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি পুরুষদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্লিপ কর্ডনে ফিল্ডিং করার সময় স্টিভ স্মিথের ডান হাতের কনিষ্ঠ আঙুলের কম্পাউন্ড ডিসলোকেশন হয়েছে ।'
লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa) - দুই দলেরই ফাস্টবোলাররা গোলগুলি বর্ষণ করছেন । কাগিসো রাবাডা থেকে শুরু করে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স - পেসাররাই ছড়ি ঘোরাচ্ছেন । প্রথম দিন পড়েছিল ১৪ উইকেট । দ্বিতীয় দিন পড়েছিল আরও ১৪ উইকেট । লর্ডসের পিচ নিয়ে তারপর থেকেই প্রশ্ন তুলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ । তবে সুর চড়ালেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া । তাঁর মতে, লর্ডসে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের জন্য ব্যবহৃত পিচের পর্যাপ্ত সমালোচনা হয়নি । তাঁর মতে, এটা ভারতের কোনও মাঠে হলে সমালোচনার ঝড় বয়ে যেত ।



















