Yashasvi Jaiswal: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুর্ভাগ্য তাড়া করছে ভারতীয় শিবিরকে, ছিটকে গেলেন তরুণ ক্রিকেটার
Champions Trophy Update: গোড়ালির চোটে ছিটকে গেলেন যশস্বী। বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালেও খেলতে পারবেন না তিনি। সোমবার থেকে নাগপুরে শুরু হবে যে ম্যাচ।

মুম্বই: তিনি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। রিজার্ভে পাঠানো হয়। পরিবর্তে দলে নেওয়া হয় বরুণ চক্রবর্তীকে ( Varun Chakaravarthy)। তবে দলের সঙ্গেই দুবাইয়ে থাকার কথা ছিল যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। পাশাপাশি ঠিক হয়েছিল, রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন তিনি।
তবে গোড়ালির চোটে ছিটকে গেলেন যশস্বী। বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালেও খেলতে পারবেন না তিনি। সোমবার থেকে নাগপুরে শুরু হবে যে ম্যাচ।
মুম্বইয়ের প্র্যাক্টিসে ডান গোড়ালিতে চোট পেয়েছেন তরুণ ব্যাটার। তিনি রঞ্জি সেমিফাইনালে তো খেলতে পারবেন না বটেই, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় শিবিরেও থাকা নিয়ে সংশয়। তাঁকে বিশ্রাম নিতে হবে বলেই খবর।
আরও পড়ুন: পিছিয়ে যাচ্ছে আইপিএল! প্রথম দিনই কোহলি দর্শনের সুযোগ, ইডেনের টিকিট নিয়ে হাহাকার শুরু হল বলে
সূত্রের খবর, যশস্বী আপাতত বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন রিহ্যাবের জন্য। নাগপুরে অনুশীলনের সময়ই যশস্বী জানান যে, তাঁর ডান পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে। নেটে অনুশীলনের সময়ও তাঁর মধ্যে একটা অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছিল। তবে এটা তাঁর কোনও নতুন চোট নয়, পুরনো চোটই ফের ভোগাচ্ছে তাঁকে।
যশস্বী ছিটকে যাওয়ায় এবার জাতীয় দলের নির্বাচকদেরও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন কাউকে ট্র্যাভেলিং রিজার্ভ হিসাবে দলে নিতে হবে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে না থাকলেও তিনি রিজার্ভ দলের সদস্য ছিলেন। কোনও ক্রিকেটার চোট পেলে তাঁর দলে আসার সুযোগ ছিল। কিন্তু তিনি দুবাইতে আর যেতে পারবেন না। তাই নতুন কাউকে বেছে নিতে হবে অজিত আগরকরদের।
সোমবার থেকে নাগপুরে রঞ্জি সেমিফাইনালে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট । গতবার এই বিদর্ভকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল অজিঙ্কা রাহানের মুম্বই । এবারের রঞ্জি ট্রফিতে একটা সময় মুম্বই কার্যত গ্রুপ থেকেই ছিটকে যেতে বসেছিল । জম্মু ও কাশ্মীরের কাছে হেরে যাওয়ার পর । কিন্তু শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করে নেয় মুম্বই । হরিয়ানাকে হারিয়ে তারা সেমিফাইনালে খেলার টিকিটও হাসিল করে নেয় । শেষ চারের ম্যাচেও ফেভারিট ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়নরাই ।
আরও পড়ুন: দৌড়ে পাঁচ ক্রিকেটার, শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
