Kedar Jadhav: আচমকা নিরুদ্দেশ ক্রিকেটার কেদার যাদবের বাবা, খোঁজ পাওয়া গেল?
Cricket News: নিঁখোজ বাবাকে খুঁজে পেলেন কেদার যাদব। নিজের সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করেছেন তিনি।
পুণে: আচমকা নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন ক্রিকেটার কেদার যাদবের (kedar Jadhav) বাবা। যে খবর জানান কেদার নিজেই। সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় সর্বত্র।
নিঁখোজ বাবাকে খুঁজে পেলেন কেদার যাদব। নিজের সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করেছেন তিনি। যদিও তার আগে কেটেছে উৎকণ্ঠার প্রহর। সকাল থেকে নিজের বাবাকে খুঁজে পাচ্ছিলেন না কেদার যাদব। শেষ পর্যন্ত সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়াতে বাবার ছবি পোস্ট করেন তিনি। তাতেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন কেদার যাদব।
ভারতীয় ক্রিকেটার কেদার যাদবের বাবা নিখোঁজ হয়ে গিয়েছিলেন সোমবার। এ নিয়ে নিখোঁজ ডায়েরি দায়ের করেন এই তারকা ক্রিকেটার। কেদার যাদব এবং মহাদেব যাদব পুণে শহরের কোথরোড এলাকার বাসিন্দা। মহাদেব যাদব ২৭ মার্চ সকাল ১১.৩০ মিনিট থেকে কোথরোড এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছিল। প্রায় ৭৫ বছর বয়সী মহাদেব যাদব সকাল ১১.৩০ মিনিট নাগাদ একটি রিকশা ভাড়া করেছিলেন। তারপর থেকে আর তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের অভিযোগে থানায় একটি নিখোঁজ মামলা করা হয়। দায়ের করা রিপোর্ট অনুসারে মহাদেব যাদবের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তাঁর শরীরের বাঁ দিকে অপারেশনের দাগ রয়েছে। তিনি সাদা রংয়ের জামা, স্লেট রংয়ের প্যান্ট, কালো চপ্পল এবং মোজা পরে বেরিয়েছেন।
কেদার যাদব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি শেয়ার করেন। সেখানে তিনি একটি ঠিকানা আর ফোন নম্বরও শেয়ার করেছিলেন। মহাদেবের ছবি সম্বলিত সেই খবরটি পুণের অন্যান্য থানায় দেওয়া হয়ে। শুরু হয়ে যায় কেদার যাদবের বাবার খোঁজ। পরে অবশ্য মহাদেবকে পাওয়া গিয়েছে। কেদার সকলকে ধন্যবাদও জানিয়েছেন।
View this post on Instagram
জাতীয় দলের হয়ে ২০২০ সালে কেদার যাদব তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তার পর থেকে তিনি দলের বাইরে চলে গিয়েছেন। জাতীয় দলের হয়ে ৭৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন কেদার।