Cristiano Ronaldo Future: ম্যান ইউনাইটেডে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন রোনাল্ডো
Cristiano Ronaldo: গত মরসুমেই ম্যান ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রোনাল্ডো। দল ব্যর্থ হলেও, সব প্রতিযোগিতা মিলিয়া রোনাল্ডো ৩৮ ম্যাচে ২৪টি গোল করেন রোনাল্ডো।
![Cristiano Ronaldo Future: ম্যান ইউনাইটেডে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন রোনাল্ডো Cristiano Ronaldo breaks silence about speculations regarding Manchester United future Cristiano Ronaldo Future: ম্যান ইউনাইটেডে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা, মুখ খুললেন রোনাল্ডো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/17/ef11992232d484c9b993f8984e065e2b1660721392516507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ম্যাঞ্চেস্টার: গত মরসুমের হতাশার পর, এবারের মরসুমের শুরুটাও একেবারে হতাশাজনকভাবে করেছে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। দলের হতশ্রী দশায় কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও (Cristiano Ronaldo) দল ছাড়ার জল্পনা আরও বৃদ্ধি পাচ্ছে। অবশেষে নিজের ম্যান ইউনাইটেড ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রোনাল্ডো।
গত মরসুমে প্রিমিয়ার লিগে ছয় নম্বরে শেষ করায় এ মরসুমে ইউরোপিয়ান ফুটবলের সেরা ক্লাব প্রতযোগিতা উয়েফ চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না ম্যান ইউনাইটেড। পরিবর্তে রেড ডেভিলসদের খেলতে হবে ইউরোপা লিগে। এর জেরেই আরও বেশি করে রোনাল্ডোর দল ছাড়া নিয়ে জল্পনা। তাঁর এজেন্ট জর্জ মেন্ডেস ইতিমধ্যেই রোনাল্ডোকে সঙ্গে নিয়ে ম্যান ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে কথাও সেরেছেন। তবে লিগ মরসুম শুরু হয়ে গেলেও, তারপরেও তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত। এবার সেইসব জল্পনা নিয়েই মুখ খুললেন রোনাল্ডো।
রোনাল্ডোর জবাব
সোশ্যাল মিডিয়ায় এক ফ্যান পেজে রোনাল্ডোর অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে করা এক পোস্টে রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জবাব দেন। পর্তুগিজ ভাষায় তারকা ফুটবলার যা লেখেন, তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, 'কয়েক সপ্তাহের মধ্যেই আমি একটি সাক্ষাৎকার দেব। আপনারা সকলেই সব সত্যিটা সেই সাক্ষাৎকারের পরেই জেনে যাবেন। মিডিয়া কেবলমাত্র মিথ্যা কথাই বলে। আমার কাছে একটা নোটবুকে সব লেখা রয়েছে। (আমার বিষয়ে) শেষ ১০০টা খবরের মধ্যে মাত্র পাঁচটিই সঠিক। এই সংখ্যার পার্থক্যটা বুঝতে পারছেন তো? এটা মনে রাখুন।'
সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো
জুভেন্তাস থেকে গত মরসুমেই শোরগোল ফেলে দিয়ে ম্যান ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রোনাল্ডো। তবে ১৯ বছর আগের ১৬ অগাস্ট, যখন রোনাল্ডো নিজের ম্যান ইউনাইটেড অভিষেক ঘটিয়েছিলেন, সেই দল আর এই ম্যান ইউনাইটেড দলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। গত মরসুমে দল ব্যর্থ হলেও, রোনাল্ডো ব্যক্তিগতভাবে একেবারেই মন্দ খেলেননি। সব প্রতিযোগিতা মিলিয়া রোনাল্ডো ৩৮ ম্যাচে ২৪টি গোল করেন রোনাল্ডো। ৩৭ বছর বয়সি মহাতারকাই ছিলেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। কেরিয়ারের সায়াহ্নে এসে পৌঁছলেও, তাই রোনাল্ডো এখনও যে কোনও দলেরই সম্পদ। শেষমেশ তিনি এই ট্রান্সফার উইন্ডো শেষ হওয়া পর্যন্ত আদৌ ম্যান ইউনাইটেডে থাকেন কি না এবং সাক্ষাৎকারে তিনি কী বলেন, সেই দিকেই সকলের নজর।
আরও পড়ুন: "ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনছি", ইলন মাস্কের ট্যুইট ঘিরে জল্পনা !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)