Cristiano Ronaldo: পর্তুগালের জন্য কাতার বিশ্বকাপের পথ খুব কঠিন, মানছেন রোনাল্ডোও
Cristiano Ronaldo: আর ইতালির বিরুদ্ধে ম্যাচ যদি হেরে যায় পর্তুগাল (portugal), তবে আসন্ন কাতার বিশ্বকাপে আর খেলা হবে না তাদের। সেক্ষেত্রে নিজের শেষ বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হবে না সি আর সেভেনের।
লিসবন: আসন্ন কাতার বিশ্বকাপে কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখা যাবে? প্রশ্নের উত্তর বোধহয় এখন নিজেও জানেন না পর্তুগিজ সুপাস্টার। বিশ্বকাপের মূলপর্বে পৌছনোর আগে তুর্কি ও ইতালির (italy) বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে। আর ইতালির বিরুদ্ধে ম্যাচ যদি হেরে যায় পর্তুগাল (portugal), তবে আসন্ন কাতার বিশ্বকাপে আর খেলা হবে না তাদের। সেক্ষেত্রে নিজের শেষ বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হবে না সি আর সেভেনের।
এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছিলেন ম্যান ইউ তারকা। তিনি বলেন, ''বিশ্বকাপ আমাদের লক্ষ্য। এটা ভীষণ খারাপ হবে যদি আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারি। ফুটবল হোক বা জীবন, সবসময়ই খারাপ সময় আসে। কিন্তু তা কাটিয়ে উঠতে হয়।'' মার্চ মাসের ২৪ তারিখ তুর্কির বিরুদ্ধে খেলতে নামবে পর্তুগাল। এরপর ইতালির সঙ্গে ম্যাচ রয়েছে। যদি ইতালি পর্তুগালের বিরুদ্ধে হেরে যায়, তবে এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মঞ্চে দেখতে পাওয়া যাবে না আজুরিদের।
উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে মেসির সঙ্গে যাঁর প্রতিদ্বন্দ্বিতা চলে, কে সেরা, সেই তর্ক আজও চলছে, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও মেসির মতোই ক্লাব বদল করলেন গত বছর। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির জুভেন্তাসে গিয়ে খুব একটা স্বস্তিতে ছিলেন না। ১৩৪ ম্যাচে ১০১ গোল এবং দু’বার সিরি এ খেতাব জিতলেও, শেষ মরসুমটা ভাল যায়নি। শেষপর্যন্ত নিজের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরলেন রোনাল্ডো। সেখানে ফের ছন্দে দেখা যাচ্ছে তাঁকে।
আন্তর্জাতিক ফুটবলে এখন সর্বোচ্চ গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১১৫ গোলের মালিক এখন পর্তুগিজ সুপারস্টার। এক মরসুমে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিকও ক্রিশ্চিয়ানো। ২০১৭ সালে পর্তুগালের জার্সিতে ৩২ গোল করেছিলেন।
আরও পড়ুনঃ জকোভিচ খেলুক, না খেলুক, অস্ট্রেলিয়ান ওপেনের জনপ্রিয়তা কমবে না: নাদাল