Anshu Malik: কুস্তির ফাইনালে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল অংশু মালিককে
CWG 2022: মহিলাদের ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেলেন ভারতের অংশু মালিক।
বার্মিংহাম: প্রতিপক্ষ ছিলেন নাইজিরিয়ার ফোলাসেড আদেকুয়োরোয়ি। যিনি ২০১৪ ও ২০১৮, গত দুই কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) সোনাজয়ী কুস্তিগীর। মহিলাদের ৫৭ কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে তাঁর বিরুদ্ধে লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেলেন ভারতের অংশু মালিক (Anshu Malik)। যে কারণে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল অংশুকে। কুস্তিতে চলতি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক এল অংশুর হাত ধরে।
পালোয়ানদের দাপট
কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারতীয় পালোয়ানদের জয়জয়কার। কুস্তির বিভিন্ন বিভাগে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন চার অ্যাথলিট। বজরঙ্গ পুনিয়া, দীপক পুনিয়া, সাক্ষী মালিক ও অংশু মালিক।
ফাইনালে চার
ইংল্যান্ডের জর্জ ব়্যামকে ১০-০ হারিয়ে পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে পৌঁছে গেলেন বজরঙ্গ। মহিলাদের ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগে শ্রীলঙ্কার নেথমি পোরুথোটেজকে ১০-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিলেন অংশু মালিক। মহিলাদের ৬২ কেজি ফ্রি স্টাইল বিভাগের সেমিফাইনালে ক্যামেরনের ইটানি এনগোলে-কে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে ১০-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন সাক্ষী মালিক। পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল বিভাগের সেমিফাইনালে কানাডার অ্যালেকজান্ডার ম্যুরকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন দীপক পুনিয়াও। সোনা জেতার চেয়ে আর একটি করে ম্যাচ দূরে দাঁড়িয়েছিলেন চার কুস্তিগীরই। প্রথম ফাইনালে অংশু অবশ্য সোনা জিততে পারলেন না। এখন নজর ভারতের বাকি কুস্তিগীরদের ওপর।
পালোয়ানদের দাপট
কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন থেকে দশ পদক জিতেছে ভারত। কুস্তিতেও কি পদক জয় দুই অঙ্কের সংখ্যায় পৌঁছবে?
স্ট্রেট গেমে জয়
কমনওয়েলথ গেমসের (CWG 2022) ব্যাডমিন্টন কোর্টে ছন্দে ভারতের পি ভি সিন্ধু। মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন সিন্ধু। শুক্রবার প্রি কোয়ার্টার ফাইনালে উগান্ডার হাসিনা কোবুগাবেকে দাঁড়াতেই দিলেন না সিন্ধু। ২১-১০, ২১-৯ স্ট্রেট গেমে জিতলেন তিনি।
পুরুষদের বিভাগেও দুরন্ত ছন্দে কিদাম্বি শ্রীকান্ত। ভারতীয় শাটলার ২০১৮ সালে গোল্ড কোস্টে রুপো জিতেছিলেন। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনিও প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন।
প্রি-কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার দুমিন্দু আবেবিক্রমার মুখোমুখি হয়েছিলেন শ্রীকান্ত। কিন্তু প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। ২১-৯, ২১-১২ ব্যবধানে ম্যাচ জেতেন শ্রীকান্ত। শেষ আটে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার।
আরও পড়ুন: কমনওয়েলথে ইতিহাস, প্রথম প্যারা টিটি তারকা হিসাবে পদক নিশ্চিত ভাবিনার