এক্সপ্লোর
Advertisement
করোনা ভাইরাস: রঞ্জি ট্রফি ফাইনালের শেষ দিন মাঠে ঢুকতে পারবেন না দর্শকরা, জানাল বিসিসিআই
১৮ মার্চ ইডেনে দর্শকশূন্য মাঠে খেলা হতে পারে বলে জানা গিয়েছে।
রাজকোট: আগামীকাল রঞ্জি ট্রফির ফাইনালের পঞ্চম তথা শেষ দিন মাঠে ঢুকতে পারবেন না কোনও দর্শক। আজ এমনই জানাল বিসিসিআই। ক্রীড়ামন্ত্রক ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকার পরিপ্রেক্ষিতে দেশের সর্বত্র ক্রীড়াক্ষেত্রে বড় জমায়েত এড়ানোর পরামর্শ দিয়েছে। সেই কারণেই আগামীকাল রঞ্জি ফাইনালে দর্শকদের ঢুকতে দেওয়া হবে না।
ঘরোয়া ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত বিসিসিআই জেনারেল ম্যানেজার সাবা করিম জানিয়েছেন, ‘রঞ্জি ট্রফির ফাইনালের শেষ দিন কোনও দর্শক মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না। শুধু খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি ও সাংবাদিকদেরই মাঠে যেতে দেওয়া হবে।’
রঞ্জি ট্রফি ফাইনালের প্রথম চার দিনে অবশ্য হাতে গোণা কয়েকজন দর্শকই খেলা দেখতে গিয়েছেন। ফলে শেষ দিন দর্শকদের প্রবেশাধিকার না থাকলে খুব একটা সমস্যা হবে না। আজ ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজের প্রথম ম্যাচেও অল্প কয়েকজন দর্শকই মাঠে গিয়েছিলেন। বৃষ্টির জন্য খেলা হয়নি। ১৮ মার্চ ইডেনে দর্শকশূন্য মাঠে খেলা হতে পারে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা দিয়েছে, সেটা মেনে চলতে হবে। তাই আমরা টিকিট বিক্রি বন্ধ রেখেছি। বিসিসিআই আরও কী নির্দেশ দেয়, তার অপেক্ষায় আছি। তবে ম্যাচ আয়োজনের জন্য আমরা তৈরি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement