এক্সপ্লোর
গেইলের পাল্টা ধবন-শ্রেয়সের দুরন্ত ইনিংস, পঞ্জাবকে ৫ উইকেটে হারাল দিল্লি
ক্রিস গেইলের ৩৭ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস ম্লান হয়ে গেল।

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: আইপিএল-এর উত্তেজক ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে পাঁচ উইকেটে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। শেষ ওভারে জয় পেল শ্রেয়স আয়ারের দল। দিল্লির অধিনায়ক ৫৮ রানে অপরাজিত থাকেন। অভিজ্ঞ বাঁ হাতি ওপেনার শিখর ধবন করেন ৫৬ রান। এই দুই ব্যাটসম্যানের দাপটে পঞ্জাবের তারকা ক্রিস গেইলের ৩৭ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস ম্লান হয়ে গেল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৩ রান করে পঞ্জাব। গেইলের পাশাপাশি ৩০ রান করেন মনদীপ সিংহ। সন্দীপ ল্যামিছ্যানি তিন উইকেট নেন। কাগিসো রাবাডা ও অক্ষর পটেল দু’টি করে উইকেট নেন। দু’বল বাকি থাকতেই সেই রান তুলে নেয় দিল্লি। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৬ রান। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়স।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















