এক্সপ্লোর
চেন্নাইকে ৩৪ রানে হারিয়ে দিল দিল্লি
নয়াদিল্লি: আইপিএল-এর আপাত গুরুত্বহীন ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৩৪ রানে হারিয়ে দিল দিল্লি ডেয়ারডেভিলস। তবে এর ফলে লিগ টেবলে কোনও বদল হল না। দিল্লি ১৩ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে সবার নীচেই থাকল। অন্যদিকে, চেন্নাই ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ৫ উইকেটে ১৬২ রান করে দিল্লি। ঋষভ পন্থ ৩৮ রান করেন। বিজয় শঙ্কর ও হর্ষল পটেল ৩৬ রান করে অপরাজিত থাকেন। ১৬৩ রানের টার্গেট খুব একটা কঠিন না হলেও, সেটাই তুলতে পারল না চেন্নাই। দুই ওপেনার শেন ওয়াটসন (১৪) ও অম্বাতি রায়াডু (৫০) শুরুটা ভাল করেছিলেন। কিন্তু এরপর রবীন্দ্র জাডেজা (২৭ অপরাজিত) ছাড়া আর কেউ উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। এর ফলে ৬ উইকেটে ১২৮ রান তুলেই থেমে যেতে হয় চেন্নাইকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement