এক্সপ্লোর
চেন্নাই সুপার কিংসের সমর্থনে গান ঢিনচ্যাক পূজার, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নয়াদিল্লি: স্পট ফিক্সিংয়ের ঘটনায় দুই বছরের নির্বাসন কাটিয়ে ফিরে এসে এবারের আইপিএলে চেন্নাইয় সুপার কিংস দুরন্ত পারফর্ম করছে। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন দল এখনও পর্যন্ত ১০ ম্যাচের মধ্যে ৭ টিতে জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্লে অফে পৌঁছতে চেন্নাইকে বাকি চার ম্যাচের মধ্যে অন্তত দুটিতে জিততে হবে। দলের সাফল্যে দারুণ খুশি সমর্থকরা। এরইমধ্যে আবার ইউটিউব সেনসেসন ঢিনচ্যাক পূজা চেন্নাই সুপার কিংসের সমর্থনে একটি গান বেঁধেছেন। সোশ্যাল মিডিয়ায় ওই গান ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর গানে ঢিনচ্যাক পূজা সিএসকে-র ব্যাটসম্যানদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এই গান শুনেই বোঝা যায় ঢিনচ্যাক পূজা ধোনির দলের বড় সমর্থক। উল্লেখ্য,এর আগেও ঢিনচ্যাক পূজার গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেলফি ম্যায়নে লে লি আজ, দিল্লি কা শ্যুটার হ্যায় মেরা স্কুটার-এর মতো গানে প্রচুর লাইক পড়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















