এক্সপ্লোর
Advertisement
বাংলাদেশের বিরুদ্ধে দলের জন্য যেটা দরকার সেটাই করেছে ধোনি, সুর বদলে প্রশংসা সচিনের
সচিনের মতে, গতকাল ধোনির ইনিংসটি ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
বার্মিংহ্যাম: মহেন্দ্র সিংহ ধোনি সম্পর্কে মনোভাব বদলে গেল সচিন তেন্ডুলকরের। আফগানিস্তানের বিরুদ্ধে ধোনির ব্যাটিংয়ের সমালোচনা করলেও, গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসটির প্রশংসা করলেন সচিন। তাঁর মতে, গতকাল ধোনির ইনিংসটি ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
গতকাল ৩৩ বলে ৩৫ রান করেন ধোনি। ‘মন্থর’ ব্যাটিং করায় সোশ্যাল মিডিয়ায় তাঁর সমালোচনা করেছেন অনেক ক্রিকেটপ্রেমী। তবে ধোনির পাশে দাঁড়িয়ে সচিন বলেছেন, ‘আমার মনে হয়, এই ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল। দলের জন্য যেটা দরকার ছিল, সেটাই করেছে ধোনি। ও যদি ৫০ ওভার পর্যন্ত ক্রিজে থাকে, তাহলে অন্য প্রান্তে থাকা ব্যাটসম্যানদের সাহায্য করতে পারে। ওর কাছ থেকে সেটাই আশা করা হয়। ও সেটাই করেছে।’
ধোনির প্রশংসা করে সচিন আরও বলেছেন, ‘ধোনি নিজের চেয়ে দলের কথাই বেশি ভাবে। পরিস্থিতি অনুযায়ী যেটা করা দরকার, সেটাই করা উচিত। মঙ্গলবার ধোনি সেটাই করেছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement