এক্সপ্লোর
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দল ঘোষণা, টি-২০-তে ধোনির প্রত্যাবর্তন

নয়াদিল্লি: আজ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি একদিনের দলে নিজের জায়গা ধরে রাখার পাশাপাশি টি-২০ দলেও ফিরলেন। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে জায়গা পাননি ধোনি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে তাঁকে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে দীনেশ কার্তিককে। একদিনের দলে জায়গা না পেলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে আছেন ঋষভ পন্থ। চোট সারিয়ে একদিনের সিরিজের দলে ফিরেছেন কেদার যাদব ও হার্দিক পাণ্ড্য।
India’s squad for ODI series against Australia and New Zealand: Virat (Capt), Rohit (vc), KL Rahul, Shikhar, Rayudu, DK, Kedar Jadhav, MS Dhoni (WK), Hardik Pandya, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Khaleel Ahmed, Mohammed Shami
— BCCI (@BCCI) December 24, 2018
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধবন, অম্বাতি রায়াডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, খলিল আহমেদ ও মহম্মদ শামি। India’s squad for T20I series against New Zealand: Virat(Capt), Rohit (vc), KL Rahul, Shikhar Dhawan, Rishabh Pant, Dinesh Karthik, Kedar Jadhav, MS Dhoni (WK), Hardik Pandya, Krunal Pandya, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Khaleel Ahmed
— BCCI (@BCCI) December 24, 2018
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধবন, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, ক্রুনাল পাণ্ড্য, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ ও খলিল আহমেদ। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















