Dipa Karmakar: তুরস্কে ইতিহাস তৈরি থেকে টোকিওয় যোগ্যতাঅর্জনে ব্যর্থতা, চোট আঘাতই বাধা হয়ে দাঁড়িয়েছে দীপার
Dipa Karmakar Return: ভুবনেশ্বরে এশিয়ান গেমসের যোগ্যতাঅর্জন পর্বে অংশগ্রহণের মাধ্যমেই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন দীপা কর্মকার।
কলকাতা: রিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসাবে শেষ ভল্টের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন দীপা কর্মকার (Dipa Karmakar)। তবে তারপর থেকে তাঁর কেরিয়ার গ্রাফ উপরের দিকে ওঠার বদলে ক্রমশ নীচের দিকেই নেমেছে। চোট আঘাত বারংবার বাধা হয়ে দাঁড়ায়।
২০১৪ সালে গ্লাসগোয় কমনওয়েলথ গেমস ও ২০১৫ সালে হিরোশিমায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তবে অলিম্পিক্সে দুরন্ত পারফরম্যান্সের পরেই ২০১৭ সালে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট লাগে দীপার। এশিয়ান আর্টিস্টিক জিমন্য়াস্টিক চ্যাম্পিয়নশিপের ট্রায়ালের আগে অনুশীলনের সময়ই চোট পান দীপা। সেই বছরেরই এপ্রিলে এই চোটে অস্ত্রপ্রচারও করান দীপা। পরের বছর তিনি তুরস্কতে আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ জিতেছিলেন। ওই বছরেই কট্টবাসেও ব্রোঞ্জ জেতেন ভারতীয় জিমন্যাস্ট। কিন্তু বারংবার তাঁকে লিগামেন্টের চোট ভুগিয়েছে।
সেই কারণেই ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যায়নি তাঁকে। ওই বছরই ফের একবার চোট পেয়ে এশিয়ান গেমস থেকে ছিটকে যান তারকা জিমন্য়াস্ট। ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপের মতো ইভেন্টেও অংশগ্রহণই করতে পারেননি তিনি। টোকিওতেও নামার যোগ্যতাঅর্জন করতেও ব্যর্থ হন দীপা।
এরপরেই নির্বাসনের কবলে পড়েন দীপা। এই বছরের ফেব্রুয়ারিতেই তাঁকে নিষিদ্ধ দ্রব্য হাইজিনামিন ব্যবহারের জন্য নির্বাসিত করে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি। এই উপাদানটি ফুসফুসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। ২০২১ সালের ১১ অক্টোবরে তাঁর সংগ্রহ করা নমুনায় এই নিষিদ্ধ দ্রব্য পাওয়া যায়। আন্তর্জাতিক স্তরে কোনও প্রতিযোগিতায় এই নির্বাসনের সময়কালে অংশ নিতে পারেননি এই বঙ্গ তনয়া। তবে শাস্তির ঘোষণার আগে ইতিমধ্যেই ১৬ মাসের নির্বাসন কাটিয়ে ফেলায় এ বছরের জুলাইতেই তাঁর নির্বাসন শেষ হচ্ছে।
নির্বাসন শেষ হওয়ার পর কিন্তু ফের একবার বিশ্বস্তরে নিজের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেতে চলেছেন তিনি। আসন্ন এশিয়ান গেমসের জন্য ১১ ও ১২ জুলাই ভুবনেশ্বরে ট্রায়াল হবে। সেই ট্রায়ালের মাধ্যমেই নিজের প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন ভারতীয় তারকা জিমন্যাস্ট। এই ইভেন্টের জন্য বিগত বেশ কয়েক মাস ধরেই অনুশীলন চালাচ্ছেন বলে পিটিআইকে জানান দীপা। তিনি সাফল্যের সঙ্গে প্রত্যাবর্তন ঘটাতে পারেন কি না, সেটাই এবার দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ 'সুপারফুড'