এক্সপ্লোর
Advertisement
আমিরকে ইংল্যান্ডে বিরুদ্ধ পরিস্থিতির মুখে পড়তে হবে বলে মনে করি না: ইমরান
করাচি: ইংল্যান্ডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তানি ক্রিকেট দল। এই দলে রয়েছেন ২০১০ সালে লর্ডসে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট ম্যাচ গড়াপেটার দায়ে লন্ডনের একটি আদালতে দোষী প্রমাণিত মহম্মদ আমির। ইংল্যান্ড ও ওয়েলেস ক্রিকেট বোর্ড ও ব্রিটিশ হাইকমিশনারের সহায়তায় আমিরের ভিসা সংগ্রহ করতে পেরেছে পাক ক্রিকেট বোর্ড। ছয় বছর আগের ঘটনার জন্য এই পাক পেসারকে ইংল্যান্ডে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে বলে বিভিন্ন মহলের আশঙ্কা। যদিও সেই আশঙ্কা খারিজ করে দিলেন প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান।
একটি টিভি চ্যানেলের টক শো-তে ইমরান বলেছেন, আমিরকে বিরুদ্ধ সংবাদমাধ্যম বা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে আমি মনে করি না। ইংল্যান্ডে থাকার সুবাদে আমি দেখেছি যে, ওখানে ওর জন্য বেশ সহানুভূতি রয়েছে। কারণ, স্পট-ফিক্সি কেলেঙ্কারি যখন ঘটেছিল তখন ওর বয়স ছিল মাত্র ১৮-১৯। ঘটনার পরই ও দোষ স্বীকার করে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েছিল। তাই ওর জন্য সহানুভূতিই থাকবে। আমার অভিজ্ঞতা বলছে যে, ওখানে আমির ইতিবাচক সংবাদমাধ্যম ও পরিস্থিতি পাবে। যা ওকে সিরিজে ভালো পারফর্ম করতে উদ্ধুদ্ধ করবে।
আমির বা পাকিস্তান দল ছয় বছরের আগের ঘটনার জন্য ইংল্যান্ডে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছে তা ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement