Duleep Trophy: ব্যাটে ব্যর্থ সুদীপ-অনুষ্টুপরা, আবেশের গতির সামনে মাত্র ১২২ রানে অল আউট পূর্বাঞ্চল
BCCI Domestic: দলীপ ট্রফিতে ব্যর্থ অভিমন্যু। মধ্যাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারলেন না। ০ করে ফিরলেন ড্রেসিংরুমে।
বেঙ্গালুরু: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি বলে প্রশ্ন তুলছিল কোনও কোনও মহল। বাংলার সেই ওপেনার অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran) সামনে সুযোগ ছিল, দলীপ ট্রফিতে (Duleep Trophy) রান করে ফের একবার প্রমাণ করে দেওয়ার যে, তিনি লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও তৈরি।
কিন্তু দলীপ ট্রফিতে ব্যর্থ অভিমন্যু। মধ্যাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারলেন না। ০ করে ফিরলেন ড্রেসিংরুমে। আবেশ খানের শিকার তিনি। দুই ওপেনারকেই তুলে নিলেন আবেশ। ব্যাট হাতে ব্যর্থ পূর্বাঞ্চল দলে সুযোগ পাওয়া বাংলার অন্য ক্রিকেটারেরাও। ক্রিজে জমে গিয়েও ২৭ রান করে ফিরলেন সুদীপ কুমার ঘরামি। ১৬ বলে ৪ রান করে আউট হলেন অনুষ্টুপ মজুমদারও। যিনি রঞ্জি ট্রফিতে বাংলাকে ফাইনালে তোলার অন্যতম কারিগর। ৩৮ বছর বয়স হয়ে গেলেও ফর্মের জন্যই পূর্বাঞ্চল দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু বেঙ্গালুরুর অদূরে আলুরে যশ ঠাকুরের বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন।
১৫ বলে মাত্র ৩ রান করে ফিরলেন শাহবাজ আমেদ। বাংলার অলরাউন্ডারকে বোল্ড করে দিলেন আবেশ খান। ০ করে রান আউট বাংলার পেসার আকাশ দীপ। সব মিলিয়ে মাত্র ১২২ রানে শেষ হয়ে গেল পূর্বাঞ্চলের প্রথম ইনিংস। পূর্বাঞ্চলের ইনিংসের মেয়াদ হল ৪২.২ ওভার। প্রথম ইনিংসে ৬০ রানের মহার্ঘ লিড নিয়েছে মধ্যাঞ্চল। আবেশ তিন উইকেট নেন। অধিনায়ক শিবম মাভি নিয়েছেন ২ উইকেট। ৪৬ রানে ৩ উইকেট নিয়েছেন সৌরভ কুমার।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে মধ্যাঞ্চলের স্কোর বিনা উইকেটে ৬৪ রান। ৮১ বলে ২৫ রান করে ক্রিজে রয়েছেন হিমাংশু মন্ত্রী। ৭২ বলে ৩৪ রান করে ক্রিজে হাওড়ার ক্রিকেটার বিবেক সিংহ। যিনি এক সময় বাংলার হয়েই খেলতেন। পরে যোগ দেন রেলওয়েজে। সব মিলিয়ে ১২৪ রানে এগিয়ে মধ্যাঞ্চল। এখান থেকে ম্যাচ বাঁচানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে অভিমন্যু ঈশ্বরনের পূর্বাঞ্চলের।
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন