Duleep trophy: ইনিংসে ৮ উইকেট সৌরভের, অভিমন্যুদের ১৭০ রানে হারিয়ে দলীপ ট্রফির সেমিতে সেন্ট্রাল জোন
Duleep trophy 2023: এটাই তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত সেরা স্পেল। আগামী ৫ জুলাই থেকে সেমিফাইনালে পশ্চিমাঞ্চলের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন। গতবারের চ্যাম্পিয়ন ছিল পশ্চিমাঞ্চল।
নয়াদিল্লি: দলীপ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল সেন্ট্রাল জোন। তারা হারিয়ে দিল ইস্ট জোনকে। ১৭০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল সেন্ট্রাল জোন। গোটা ম্যাচে ১১ উইকেট নিলেন সেন্ট্রাল জোনের স্পিনার সৌরভ কুমার। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে একাই ৮ উইকেট তুলে নিলেন তিনি। খরচ করলেন মাত্র ৬৪ রান। এটাই তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত সেরা স্পেল। আগামী ৫ জুলাই থেকে সেমিফাইনালে পশ্চিমাঞ্চলের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন। গতবারের চ্যাম্পিয়ন ছিল পশ্চিমাঞ্চল। আর এবার এই দলের হয়ে খেলতে দেখা যাবে সূর্যকুমার যাদব ও চেতেশ্বর পূজারাকেও।
এদিন ৬৯/৬ স্কোরলাইন থেকে খেলা শুরু করে পূর্বাঞ্চল। তাদের হাতে ছিল ৪ উইকেট। কিন্তু লক্ষ্য় ছিল বিশাল। বাকি চারটি উইকেট তুলে নিতে এদিন বেশি সময় নেননি সৌরভ। ব্যক্তিগত ১৪ রানের মাথায় রিয়ান পরাগ লেগবিফোর হয়ে ফিরে যান প্রথম সৌরভের শিকার হয়ে। এরপর শাহবাজও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনিও ১৮ রান করেই সৌরভের বলেই ক্যাচ আউট হয়ে ফেরেন। ২৪ রানের ইনিংস খেলেন আকাশ দীপ। শেষ পর্যন্ত ১২৯ রানে অল আউট হয়ে যায় ইস্ট জোনের ইনিংস।
উল্লেখ্য, ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সেন্ট্রাল জোন। অভিমন্যুর কাছে সুযোগ ছিল দলীপ ট্রফির ম্যাচে বড় রান করে নির্বাচকদের বার্তা দেওয়া। সেই সঙ্গে প্রমাণ করে দেওয়া যে, তিনি জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবিদার। অথচ দলীপ ট্রফির ম্যাচে ব্যাট হাতে ভরাডুবি বাংলার ওপেনারের। প্রথম ইনিংসে রান পাননি। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ। মাত্র ১১ রান করে সৌরভ কুমারের বলে বোল্ড হয়ে গেলেন।
দ্বিতীয় ইনিংসে অভিমন্যুর পাশাপাশি ব্যাট হাতে ব্যর্থ বাংলার ক্রিকেটার সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদাররাও। ৭ বল খেলে কোনও রান না করে আবেশ খানের বলে ফেরেন সুদীপ। ২৪ বলে ১৩ রান করে ফেরেন অনুষ্টুপ। ঘাতক ফের সৌরভ কুমার। বাংলার অলরাউন্ডার শাহবাজ আমেদও ব্যর্থ। ১৮ বলে ১৮ রান করে ফেরেন তিনি। ফের সৌরভ কুমারই নায়ক। সব মিলিয়ে ১২ ওভারে মাত্র ৩৩ রান খরচ করে ৪ উইকেট তুলে ফেলেছেন সৌরভ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে পূর্বাঞ্চলের স্কোর ৬৯/৬। গতকালই ২৩০ রান পিছিয়ে ছিল পূর্বাঞ্চল।