এক্সপ্লোর
Advertisement
দরকার আর মাত্র ৪ উইকেট, ওয়াংখেড়ে টেস্ট জয়ের দোরগোড়ায় ভারত
মুম্বই: মুম্বই টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেট হারিয়ে ১৮২৷ ম্যাচ ও ৫ টেস্টের সিরিজ জিততে ভারতের দরকার ৪ উইকেট৷ ইনিংস হার বাঁচাতে ইংল্যান্ডের দরকার এখনও ৪৯ রান৷
দ্বিতীয় ইনিংসে ৪৭.৩ ওভারের মধ্যেই ১৮২ রানে ৬ উইকেট খুইয়ে বসেছে ইংল্যান্ড। অ্যালেস্টার কুক (১৮), কেটন জেনিংস (০), মঈন আলি (০), জো রুট (৭৭), বেন স্টোকস (১৮) এবং জে বল (২) প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রণ অশ্বিন ২টি করে উইকেট দখল করেছেন। ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব একটি করে উইকেট নিয়েছেন।
অধিনায়ক বিরাট কোহলির দ্বিশতরান এবং জয়ন্ত যাদবের শতরানের সুবাদে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিন প্রথম ইনিংসে ৬৩১ রান করেছে ভারত। জয়ন্ত ১০৪ রান করেন। বিরাট ২৩৫ রান করে আউট হয়েছেন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ভারত ২৩১ রানে এগিয়েছিল। ফলে ম্যাচ বাঁচানো এখন কুকের দলের কাছে খুব কঠিন।
আজ টেস্টে বিরল রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একই বছরে তিনটি দ্বিশতরান করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর এবার ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধেও বিরাটের ব্যাট থেকে এল দ্বিশতরান। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে তিনটি দ্বিশতরান করলেন বিরাট। টেস্টে এই ইনিংসেই তিনি সর্বোচ্চ স্কোর করলেন।
অধিনায়কের এই চোখধাঁধানো ইনিংসের সৌজন্যেই সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ক্রমশঃ কোণঠাসা করে দিচ্ছে ভারত। বিরাটের পাশাপাশি জয়ন্ত যাদবও অসাধারণ ব্যাটিং করলেন। তিনি জীবনের প্রথম টেস্ট শতরান করে ফেললেন। লাঞ্চে ভারতের রান ছিল ৭ উইকেটে ৫৭৯। লিড ছিল ১৭৯ রানের। লাঞ্চের পর রান আরও বাড়িয়ে নেন বিরাট ও জয়ন্ত।
এর আগে গতকালের ৪৫১ রান নিয়ে খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট ও জয়ন্ত। তাঁরা গতকাল যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই আজ সকালে ব্যাটিং শুরু করেন। গতকালের চেয়ে আজ আরও জমাট দেখাচ্ছিল তাঁদের ব্যাটিং। দুই ব্যাটসম্যানই অনেক বেশি আগ্রাসী ছিলেন। তাঁদের দাপটে ইংল্যান্ডের বোলাররা দিশেহারা হয়ে পড়েন চতুর্থ দিনের প্রথম সেশনে কোনও উইকেট না হারিয়ে ভারত করে ১২৮ রান। লাঞ্চের পরে অবশ্য দিনের প্রথম উইকেট পড়ে। বিরাট-জয়ন্ত জুটিতে যোগ হয় ২৪১ রান। এরপর বিরাটও ফিরে যান। শেষ উইকেট জুটি ১৬ রান যোগ করেন ভুবনেশ্বর কুমার (৯) ও উমেশ যাদব (৭)। উমেশ শেষপর্যন্ত অপরাজিত থাকেন।
এই ম্যাচ ড্র করতে পারলেই সিরিজ হাতের মুঠোয় চলে আসবে টেস্টে এক নম্বর দল ভারতের। তবে এখন ম্যাচের যা পরিস্থিতি, তাতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ভারত। দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে চাইছে না ভারত। কোহলিদের হাতে রয়েছে এখনও চারটি সেশন। রবিচন্দ্রন অশ্বিন, জাডেজারা যেভাবে বল করছেন, তাতে ভারতের জয় সময়ের অপেক্ষা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
খবর
Advertisement