(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ENG: 'পন্থ একজন ভয়ডরহীন ক্রিকেটার', সিরিজ হেরে স্বীকার করে নিলেন বাটলার
Buttler On Pant: গতকাল একটা সময় ৭২ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। সেখান থেকেই পন্থের সেঞ্চুরি ও হার্দিকের অর্ধশতরানের ওপর ভর করে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় রােহিত বাহিনী।
ওল্ড ট্র্যাফোর্ড: অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে টানা ২ টো সিরিজেই হারলেন। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ান ডে। গতকাল ম্যাচের পর তারকা ইংরেজ উইকেট কিপার ব্য়াটার স্বীকার করে নিলেন যে সব বিভাগেই ভারতীয় দল তাঁদের টেক্কা দিয়েছে। বিশেষ করে ঋষভ পন্থের প্রশংসায় পঞ্চমুখ বাটলার। গতকাল একটা সময় ৭২ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। সেখান থেকেই পন্থের সেঞ্চুরি ও হার্দিকের অর্ধশতরানের ওপর ভর করে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় রােহিত বাহিনী। বাটলার পন্থের ইনিংস দেখার পর স্বীকার করে নিলেন যে তরুণ এই উইকেট কিপার ভয়ডরহীন ক্রিকেট খেলেন।
পন্থের প্রশংসায় কী বললেন বাটলার?
ম্যাচের শেষে ইংল্য়ান্ডের অধিনায়ক বলেন, ''আমার মনে হয় পন্থ দুর্দান্ত মানসিকতার প্লেয়ার। ওঁর মানসিকতাই ওঁকে অন্যদের থেকে আলাদা করেছে। অসাধারণ প্রতিভা আর তার থেকেও বড় কথা ওঁ একজন ভয়ডরহীন ক্রিকেট খেলে। ক্রিকেটের সব ফর্ম্যাটেই পন্থের ব্য়াটিং দেখতে দারুণ লাগে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের থেকে সেই স্বাধীনতা পন্থ পেয়েছে নিজের মতো করে খেলার। তার জন্যই এত সাফল্য পাচ্ছে।''
উল্লেখ্য়, গতকাল ব্যাট করতে নেমে ১৬টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ১১৩ বলে ১২৫ রান করে অপরাজিত থেকে যান পন্থ। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।
পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে শুরুতেই ব্যর্থ
মর্গ্যান সরে যাওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজই ছিল বাটলারের অধিনায়ক হিসেবে প্রথম পূর্ণাঙ্গ সিরিজ। কিন্তু শুরুতেই ডাহা ফেল করলেন তিনি। তবে তা নিয়ে বেশি ভাবতে নারাজ ইংল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটার। তিনি বলছেন, ''আমি প্রতিদিন শিখছি। এত কম সময়ের মধ্যে দুটো সিরিজ খেলতে হয়েছে। আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল বিষয়টা। তবে ড্রেসিংরুমে আরও অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন, সাপোর্ট স্টাফ রয়েছেন। তাঁরা প্রত্যেকেই আমাকে সাহায্য করছেন।''
আরও পড়ুন: ব্রিটিশ দম্ভ চূর্ণ, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছাবার্তা সৌরভ, সচিনের