অশ্বিন সুযোগ না পাওয়ায় ‘বিস্মিত’ গাওস্কর, সেরা দল বাছাইয়ের যুক্তি রাহানের
“ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এমন একটা রেকর্ড থাকা সত্ত্বেও প্রথম একাদশে অশ্বিনের সুযোগ না পাওয়া আমাকে অবাক করেছে।”
অ্যান্টিগা: ঘরে বাইরে মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১টি টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের সংগ্রহ ৫৬২ রান। ঝুলিতে রয়েছে ৪ শতরান সহ ৬০টি উইকেট। এরপরও অ্যান্টিগায় ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে সুযোগই পেলেন না অশ্বিন। রোহিত শর্মার মতো মাঠের বাইরে বসতে হয়েছে তাঁকেও। ভারতের এই তারকা অলরাউন্ডার সুযোগ না পাওয়ায় রীতিমতো অবাক ক্রিকেট কিংবদন্তী সুনীল গাওস্কর। ধারাভাষ্য দেওয়ার সময়ই অশ্বিনের সুযোগ না পাওয়া নিয়ে মন্তব্য করতে শোনা যায় গাওস্করকে। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এমন একটা রেকর্ড থাকা সত্ত্বেও প্রথম একাদশে অশ্বিনের সুযোগ না পাওয়া আমাকে অবাক করেছে।”
প্রথম দিনের খেলা শেষের পর দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে অবশ্য বলে যান, সেরা কম্বিনেশন বাছাই করতে গিয়েই বাদ পড়েছেন অশ্বিন। সুযোগ পাননি রোহিত শর্মাও। ম্যানেজমেন্টের পাশে দাঁড়িয়েই রাহানে বলেন, “অশ্বিনের মতো ক্রিকেটারকে দলে না রাখার সিদ্ধান্ত কঠিন। তবে ম্যানেজমেন্ট সবসময় সেরা কম্বিনেশনের কথাই ভাবে।” তিনি আরও বলেন, “ম্যানেজমেন্ট ভেবেছে এই উইকেটে জাদেজাকে সুযোগ দেওয়াই ভাল এবং যেহেতু আমাদের ষষ্ঠ ব্যাটসম্যানেরও প্রয়োজন ছিল যে বলও করতে পারবে, সেকারণে বিহারিকেও রাখা হয়েছে। কোচ ও অধিনায়কের যৌথ সিদ্ধান্তেই দল বাছাই করা হয়েছে। সেকারণেই রোহিত-অশ্বিনের মতো ক্রিকেটাররা বাইরে।”