এক্সপ্লোর
Advertisement
রবিবার ফেড কাপ ফাইনাল, যুদ্ধের প্রস্তুতি বাগানে
কটক: কটকে ক্লাইম্যাক্সের দামামা। ফেডারেশন কাপ ফাইনালে মোহনবাগান-বেঙ্গালুরু এফসি যুদ্ধ। রবিবারের মেগা-ফাইনালের আগে দুই শিবিরেই জোর প্রস্তুতি। এখনও পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে মোট ৫ বার। ২ টি ম্যাচ জিতেছে সবুজ মেরুন ব্রিগেড, একটিতে জয় বেঙ্গালুরুর, ড্র হয়েছে দু’টি ম্যাচ।
ফেড কাপ ফাইনালে জয়ই দু দলের লক্ষ্য। তবু চূড়ান্ত সতর্কতা দুই শিবিরে। শনিবার পুরোপুরি ক্লোজড ডোর প্র্যাক্টিস বাগিচা শহরের দলের। তবে, সবুজ মেরুন প্র্যাক্টিস দেখা নিয়ে অবশ্য কোনও বিধি-নিষেধ ছিল না। তবে, শেষ ১৫ মিনিট চলল পেনাল্টি শ্যুট আউট, পুরোপুরি ক্লোজড ডোর।
জয়ের জন্য মরিয়া গতবারের চ্যাম্পিয়নরা। জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাগানের হেডস্যার। সঞ্জয় সেন বলেছেন, ইতিহাস, ভুগোল নজরে রাখি না, বুঝি না। জিততে হবে। অন্যদিকে, ফাইনালে সুনীল ছেত্রী ও ক্যামেরন ওয়াটসনের না থাকায় দল যে ভুগবে, তা স্বীকার করছেন বেঙ্গালুরু কোচ। বাগানকেই ফেভারিট মানছেন তিনি।
এ-মরসুমে দু’দলই ট্রফিহীন। মরসুমের শেষ টুর্নামেন্ট। সামনে ভারতসেরা হওয়ার হাতছানি। স্বপ্নপূরণ হবে কি? বাঙালি ফুটবলপ্রেমীদের স্বপ্নের রঙ সবুজ মেরুন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement