এক্সপ্লোর
এল স্পেন, বিশ্বকাপ ফাইনালের আগে শহরে বাস্তেন, ফিফা সভাপতি

ছবি সৌজন্যে ট্যুইটার
কলকাতা: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল খেলতে কলকাতায় এসে পৌঁছল স্পেন। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে এসে পৌঁছয় গোটা দল। শনিবার যুবভারতীতে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি স্পেন। গতকালই সেমিফাইনালে মালিকে ৩-১ গোলে হারিয়েছে স্পেন। এবার চূড়ান্ত পর্যায়ের লড়াই। বিশ্বকাপ ফাইনালের আগে কলকাতায় এসেছেন ইউরোপের সর্বকালের অন্যতম সেরা ফরোয়ার্ড মার্কো ফন বাস্তেন। ১৯৮৮-তে নেদারল্যান্ডসকে ইউরো-চ্যাম্পিয়ন করার নেপথ্যে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। খুলিত-বাস্তেন-রাইকার্ড ত্রয়ীর অন্যতম রত্ন তিনি। ভলি থেকে বাইসাইকেল কিক, তাঁর একের পর এক দৃষ্টিনন্দন গোলে মাত দর্শককূল। সেই ডাচ কিংবদন্তী এবার কলকাতায়। ভারতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত বাস্তেন। তরুণ ফুটবলারদের প্রশংসা করে তিনি বলেছেন, ‘ওই বয়সে আমি এরকম খেলতে পারতাম না।’ ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোও কলকাতায় পৌঁছে গিয়েছেন। তিনি প্রথমবার ভারতে এলেন। এদেশে যেভাবে সাফল্যের সঙ্গে যুব বিশ্বকাপ আয়োজন করা হয়েছে, তাতে খুশি ফিফা সভাপতি। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ভারত এখন ফুটবলের দেশ। তাঁর এই মন্তব্য আগামীদিনে ভারতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের দাবি আরও জোরালভাবে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। আগামীকাল ইকো পার্কে ফিফা প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করেছে এআইএফএফ। যেখানে অনুষ্ঠান করবেন ডোনা গঙ্গোপাধ্যায়, শামক দাভর, বিক্রম ঘোষ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















