FIFA WC 2022: শিরোনামে বেলজিয়াম দলের অন্তর্দ্বন্দ্ব, ক্রোয়েশিয়া ম্যাচের আগে কী বললেন অধিনায়ক অ্যাজার?
Belgium Football Team: প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে জিতলেও, মরক্কোর বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে পরাজিত হতে হয় বেলজিয়াম। এই ম্যাচের পরেই অন্তর্দ্বন্দ্ব বাঁধে বলে শোনা যাচ্ছে।
দোহা: বিশ্বকাপের (FIFA WC 2022) প্রথম ম্যাচে কানাডাকে হারালেও, দ্বিতীয় ম্যাচেই মরক্কোর বিরুদ্ধে ২-০ স্কোরলাইনে পরাজিত হয়েছে বেলজিয়াম (Belgium Football Team)। এডেন অ্যাজার, কেভিন দ্য ব্রুইনরা আজ লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামছে। সেই ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরের অন্দরমহলের ঝামেলার জল্পনা শোনা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী মরক্কোর বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয়ের পরে সাজঘরে বেলজিয়াম খেলোয়াড়দের মধ্যেই কথা কাটাকাটি হয়। মূলত এডেন অ্যাজার (Eden Hazard) ও কেভিন দ্য ব্রুইনের মধ্যেই ঝামেলার খবর সামনে আসে।
ঝামেলার রিপোর্ট নাকচ
কিন্তু সেইসব রিপোর্ট নাকচ করে দিলেন বেলজিয়াম অধিনায়ক। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা দলের অধিনায়ক অ্যাজার জানান মরক্কোর বিরুদ্ধে পরাজয়ের পর দলের সকলের মধ্যে গভীর আলোচনা হয়, তার বেশি কিছু নয়। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা খেলোয়াড়রা গভীর আলোচনা করি। ভাল, খারাপ অনেক বিষয়েই আমাদের মধ্যে আলোচনা হয়। এখন আমাদের সম্পূর্ণ লক্ষ্য হল ক্রোয়েশিয়াকে হারানো। প্রস্তুতি সারার জন্য আমাদের কাছে দুইদিন সময় ছিল এবং এই ম্যাচের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সাজঘরে আর তেমন কিছুই হয়নি। কেবল কোচ নিজের মতামত জানান। আমি কেভিন দ্য ব্রুইনের সঙ্গেও কথা বলেছি এবং এই দলের ওপর ওর সম্পূর্ণ আস্থা আছে।'
বেলজিয়ামের তারকা ফুটবলার দ্য ব্রুইনে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তাঁদের দলের সকলের বয়স হয়ে গিয়েছে, তাই বেলজিয়ামের বিশ্বজয়ের আর আশা নেই। অ্যাজারের দাবি দ্য ব্রুইন এই কথাটি মজা করেই বলেছেন। তবে ঝামেলার বিষয় অস্বীকার করলেও, অ্যাজারা জানান যে মরক্কো ম্যাচের পর দলের সকলেই ভীষণ হতাশ ছিলেন। তিনি বলেন, 'আমাদের আরও ভাল পারফর্ম করতে হবে, তাতে কোনও সন্দেহ নেই। এখনও আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। তবে দলের খেলোয়াড়দের দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। আমরা এখানে জিততে এসেছি। গোলের জন্য শেষ পাস বা শেষ ড্রিবলের সময়ই আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। আমাদের এই বিষয়টা শুধরে ফেলতেই হবে।'
আরও কাছাকাছি দল
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রেড ডেভিলসদের জার্সি গায়ে শততম ম্যাচ খেলতে নামছেন থিবো কুর্তোয়া (Thibaut Courtois)। তাঁর দাবি বর্তমান পরিস্থিতি বরং দলের খেলোয়াড়দের আরও কাছাকাছি নিয়ে এসেছে। তিনি বলেন, 'এটা কেবল দলের বাইরে থেকে অন্দরে ঝামেলা বাঁধানোর এক ব্যর্থ চেষ্টা মাত্র। হ্যাঁ, পরাজয়ের পরে কেউই খুশি হয় না। তবে এই গোটা বিষয়টা আমাদের আরও কাছে নিয়ে এসেছে। আমাদের বৃহস্পতিবার মাঠে নিজেদের সর্বস্বটা উজাড় করে দিতে হবে।'
আরও পড়ুন: মরণ-বাঁচন ম্যাচের আগে লামের সমালোচনার জবাব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ফ্লিক