আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Anwar Ali: অবশেষে জটমুক্তি, রবিবারই ইস্টবেঙ্গলের হয়ে আনোয়ার আলির অভিষেকের মঞ্চ তৈরি
East Bengal FC: লাল হলুদ শিবিরতে দারুণ স্বস্তি দিয়ে ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটি জানিয়ে দিল, আপাতত ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবেন আনোয়ার আলি।
কলকাতা: মাঠে নামার আগে মাঠের বাইরে তাঁকে নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকী, মামলা গড়িয়েছে আদালতে। শেষ পর্যন্ত যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন ফুটবলার আনোয়ার আলি (Anwar Ali)। শেষ পর্যন্ত প্লেয়ার্স স্টেটাস কমিটির (Player's Status Committee) নো অবজেকশন সার্টিফিকেট পেলেন আনোয়ার। চলতি আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে (East Bengal FC) মাঠে নামায় আর কোনও সমস্যা নেই ডিফেন্ডারের।
লাল হলুদ শিবিরতে দারুণ স্বস্তি দিয়ে ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটি জানিয়ে দিল, আপাতত ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবেন আনোয়ার আলি। রবিবারই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হতে চলেছে তাঁর।
আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা
বৃহস্পতিবার ফেডারেশনের প্লেয়ার্স স্টেটাস কমিটির (Player's Status Committee) তরফে জানানো হয়েছে যে, আনোয়ার প্রসঙ্গে পরবর্তী শুনানি হবে আগামী ৩০ সেপ্টেম্বর। তার আগে ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচ খেলতে পারবেন তারকা ডিফেন্ডার।
যদিও লাল-হলুদ শিবির একরকম নিশ্চিতই ছিল যে, আনোয়ার খেলার অনুমতি পাবেন। যে কারণে বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের অনুশীলনে পুরোদমে প্রস্তুতি সারেন আনোয়ার। এদিন বিকেলে সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামের প্র্যাক্টিস গ্রাউন্ডে কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে আনোয়ার অনুশীলন সারেন। তাঁকে কেন্দ্র করেই রক্ষণ মজবুত করার অনুশীলন চলে ইস্টবেঙ্গলের।
তবে ডুরান্ড কাপের সময় থেকেই ইস্টবেঙ্গলের হয়ে অনুশীলনে নেমে পড়েছিলেন আনোয়ার। তবে ডুরান্ড কাপে বা আইএসএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচে তাঁকে খেলানো হয়নি। দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এদিন অনুশীলনে নিজেদের মধ্যে দুটো দল করে সিচুয়েশন প্র্যাক্টিস করান কুয়াদ্রাত। হেক্টর ইউস্তের সঙ্গে আনোয়ারকেই সেন্ট্রাল ডিফেন্সে রেখে প্র্যাক্টিস করান লাল হলুদ কোচ। রবিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে এই জুটিই হয়তো লাল-হলুদ জার্সিতে শুরু করবেন।
গত মরশুমে মোহনবাগানের হয়ে সাফল্য পেয়েছিল এই জুটি। এমনকী, লিগের সেরা একাদশেও ছিলেন তাঁরা। এবার ইস্টবেঙ্গলেও শুরু হতে চলেছে হেক্টর-আনোয়ারের যুগলবন্দি।
মরশুমের শুরু থেকেই রক্ষণ নিয়ে বেশ চাপে রয়েছেন কুয়াদ্রাত। ডুরান্ডে শিলং লাজং এফসি তো বটেই, পরে এসিএল ২-এর যোগ্যতা অর্জন পর্বেও আলটিন আসির এবং আইএসএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে রক্ষণের ভুলেই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। চোট সমস্যাও ভোগাচ্ছে কুয়াদ্রাতকে। লালচুংনুঙ্গা লাল কার্ড দেখে কেরল ব্লাস্টার্স ম্যাচে নেই। এখনও ফিট হননি দুই সাইডব্যাক নিশু কুমার এবং প্রভাত লাকড়া। কেরলের বিরুদ্ধে মহম্মদ রাকিপের খেলা নিয়েও প্রশ্ন রয়েছে। এই অবস্থায় আনোয়ারকে পাওয়ায় খবর নিশ্চিতভাবেই চিন্তা কমাবে লাল-হলুদ শিবিরের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement