Argentina vs Chile: মেসি-মারিয়াকে ছাড়াই বিরাট জয় আর্জেন্তিনার, কোপা ট্রফি নিয়ে উৎসব
FIFA World Cup 2026 Qualifiers: মেসি, দি মারিয়াকে ছাড়াই চিলিকে ৩-০ গোলে ওড়াল আর্জেন্তিনা। দেশের মাটিতে কোপা আমেরিকা ট্রফি নিয়ে ফের উৎসবে মেতে উঠলেন এমিলিয়ানো মার্তিনেজ়, আলভারেজ়, রদ্রিগো দে পলরা।
বুয়েনস আইরেস: আর্জেন্তিনার (Argentina Football Team) ফুটবলের পরবর্তী প্রজন্ম কি তৈরি?
নীল-সাদা শিবিরের সমর্থকদের ভরসা দিচ্ছে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে আর্জেন্তিনার বড় জয়। লিওনেল মেসি, অ্যাঙ্খেল দি মারিয়াকে ছাড়াই চিলিকে ৩-০ গোলে ওড়াল আর্জেন্তিনা। সেই সঙ্গে দেশের মাটিতে কোপা আমেরিকা ট্রফি নিয়ে ফের একবার উৎসবে মেতে উঠলেন এমিলিয়ানো মার্তিনেজ়, হুলিয়ান আলভারেজ়, রদ্রিগো দে পলরা।
আর্জেন্তিনার হয়ে গোলগুলি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (Alexis Mac Allister), হুলিয়ান আলভারেজ় (Julian Alvarez) ও পাওলো দিবালা (Paulo Dybala)।
চোটের জন্য নেই লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালে গোড়ালিতে মারাত্মক চোট পেয়ে মাঠে ছেড়েছিলেন। তারপর থেকে মাঠের বাইরে মেসি। আর্জেন্তিনার ফুটবলের সুপারস্টারের শুশ্রূষা চলছে। ইন্টার মায়ামিতে সদ্য প্র্যাক্টিস শুরু করেছেন তিনি। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে কবে ফিরবেন, এখনও নিশ্চয়তা নেই।
সেই সঙ্গে অবসর নিয়েছেন আর্জেন্তিনার আর এক তারকা অ্যাঙ্খেল দি মারিয়া। যদিও মেসি-দি মারিয়ারা খুশিই হবেন দলের তরুণ ফুটবলারদের পারফরম্যান্স দেখলে। ৩-০ গোলে চিলিকে বিধ্বস্ত করে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে দক্ষিণ আমেরিকার গ্রুপের শীর্ষে রইল আর্জেন্তিনা।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য ভাবে। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্তিনার মুহূর্মুহূ আক্রমণের সামনে আর রক্ষণ জমাট রাখতে পারেনি চিলি। ৪৮ মিনিটে গোল করে এগিয়ে যায় আর্জেন্তিনা। লা আলবিসেলেস্তে শিবিরের হয়ে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (Alexis Mac Allister)। ৮৪ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল হুলিয়ান আলভারেজের। ৯০ মিনিটে তৃতীয় গোল করেন পাওলো দিবালা। প্রথম সাত ম্যাচের পর আর্জেন্তিনার ঝুলিতে ১৮ পয়েন্ট।
২০২৬ সালের বিশ্বকাপের আসর বসবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। যোগ্যতা অর্জনকারী পর্বে দক্ষিণ আমেরিকা বিভাগে সেরা ৬ দল মূল পর্বে যাবে। সপ্তম স্থানে থাকা দল প্লে অফে খেলার সুযোগ পাবে।
🏆 #Eliminatorias Una noche perfecta 🫶🇦🇷
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) September 6, 2024
¡Gracias por compartirla con nosotros! pic.twitter.com/eHvLkGRumD
বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামের ম্যাচ শুরু হওয়ার আগে দি মারিয়াকে সংবর্ধনা দেন সতীর্থরা। গোটা গ্যালারি তাঁর নামে জয়োধ্বনি দেয়। কোপা আমেরিকা ট্রফি হাতেও উৎসব করেন আর্জেন্তিনার ফুটবলাররা। কোপা চ্যাম্পিয়ন হওয়ার পর দেশের মাটিতে এটাই ছিল আর্জেন্তিনার প্রথম ম্যাচ।
আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা