Argentina vs Colombia: আর্জেন্তিনা আর রেকর্ড সংখ্যক খেতাবের মাঝে দাঁড়িয়ে জায়ান্ট কিলার কলম্বিয়া
Copa America 2024: কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্তিনার প্রতিপক্ষ যারা, সেই কলম্বিয়া সেমিফাইনালে ১০ জনে খেলেও ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায় নিশ্চিত করে দিয়েছে।
মায়ামি: একদল গতবারের চ্যাম্পিয়ন। বিশ্বচ্যাম্পিয়ন। ফাইনালিসিমার গতবারের ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে ট্রফি জিতেছিল। এবার কোপা আমেরিকা (Copa America 2024) জিতলে ভেঙে দেবে উরুগুয়ের ১৫ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড। গড়বে নতুন মাইলফলক।
কোপা আমেরিকার ফাইনালে সেই আর্জেন্তিনার প্রতিপক্ষ যারা, সেই কলম্বিয়া সেমিফাইনালে ১০ জনে খেলেও ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায় নিশ্চিত করে দিয়েছে। কোপা আমেরিকায় একবারই চ্যাম্পিয়ন হয়েছিল হামেজ রদ্রিগেজের দেশ। ২০০১ সালে। সেই থেকে চ্যাম্পিয়ন হওয়াটা দূরে থাক, কোনওদিন ফাইনালেও উঠতে পারেনি কলম্বিয়া। তাৎপর্যপূর্ণ হচ্ছে, সেবার কোপা আমেরিকা থেকে সরে দাঁড়িয়েছিল আর্জেন্তিনা। আর তখন তাদের দলে লিওনেল মেসি নামক কোনও সুপারস্টারের অভিষেক হয়নি। যিনি নিজের পায়ের জাদুতে ফুটবলের ইতিহাস নতুন করে লিখবেন।
ম্যাচটি হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। সেই মায়ামি, যে শহরের নয়নের মণি মেসি। ইন্টার মায়ামির হয়ে এই শহরেই খেলেন মেসি। গ্যালারির সমর্থন যে তাঁর আর্জেন্তিনা নিরঙ্কুশভাবে পাবে, তা নিয়ে কারও কোনও সন্দেব নেই।
চলতি কোপা আমেরিকায় সব ম্যাচ জিতেছে আর্জেন্তিনা। একটাই মাত্র গোল হজম করেছে এখনও পর্যন্ত। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে। সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে উড়িয়ে ফাইনালে নামছে আর্জেন্তিনা।
আরও পড়ুন: রেসিং দল কিনলেন সৌরভ, গোটা দেশে সেরার শিরোপা ছিনিয়ে নিতে তৈরি কলকাতা রয়্যাল টাইগার্স
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।