Argentina vs Colombia: অদ্ভুত কারণে পিছিয়ে গেল আর্জেন্তিনা বনাম কলম্বিয়া ফাইনাল, ঘোষণা কনমেবলের
Copa America 2024: মাঠে ঢোকার জন্য এমন হুড়োহুড়ি শুরু হয়েছে যে, ম্যাচের সময় পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করল দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ামক সংস্থা কনমেবল।
মায়ামি: ফুটবলের ইতিহাসে এ জিনিস আগে ঘটেছে কি?
আর্জেন্তিনা বনাম কলম্বিয়া কোপা আমেরিকা ফাইনাল ৩০ মিনিট পিছিয়ে গেল। ভারতীয় সময় সোমবার ভোর ৫.৩০-এ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল (Copa America Final)। কিন্তু মাঠে ঢোকার জন্য এমন হুড়োহুড়ি শুরু হয়েছে যে, ম্যাচের সময় পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করল দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ামক সংস্থা কনমেবল (CONMEBOL)। জানানো হয়েছে, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাইরে প্রবল বিশৃঙ্খলা। এমনকী, টিকিট ছাড়াও মাঠে ঢোকার চেষ্টা করছেন বহু মানুষ।
সব মিলিয়ে ভারতীয় সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচ। স্থানীয় সময়ে যা রাত ৮.৩০।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্তিনা বনাম কলম্বিয়া ম্যাচ নিয়ে এমনিতেই উত্তাপ বাড়ছে। ইতিহাসের সামনে দাঁড়িয়ে রয়েছেন লিওনেল মেসি। কারণ, তিনিই ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি বিশ্বপর্যায়ে সপ্তম ফাইনাল খেলতে নামছেন। এর আগে এই নজির আর কোনও ফুটবলারের নেই।
মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছে আর্জেন্তিনাও। কলম্বিয়াকে হারাতে পারলে কীর্তি গড়বে আর্জেন্তিনা। মোট ১৬ বার কোপা জয় হবে তাদের। যে নজির আর কোনও দেশের নেই। উরুগুয়েকে ছাপিয়ে যাবে নীল-সাদা শিবির। উরুগুয়ে মোট ১৫ বার কোপা আমেরিকা জিতেছে। আর্জেন্তিনাও তাই। আর একটি ট্রফি মানে লুইস সুয়ারেজ়দের দেশকে পেরিয়ে যাবেন মেসিরা।
We would like to inform you that individuals without tickets will not be allowed entry into the stadium.
— CONMEBOL Copa América™️ ENG (@copaamerica_ENG) July 14, 2024
Only those with purchased tickets will be permitted entry once access is reopened.
We also inform you that the match will be delayed by 30 minutes, starting at 8:30 PM.
এই ম্যাচ আবার জাতীয় দলের জার্সিতে অ্যাঙ্খেল দি মারিয়ার শেষ ম্যাচ। তাঁর জন্যই ট্রফি জিততে মরিয়া আর্জেন্তিনা। মেসিও সতীর্থদের কাছে আবেদন করেছেন যে, দি মারিয়ার জন্যই কোপা জিততে হবে। আর্জেন্তিনা গত তিন বছরের মধ্যে যে তিনটি ট্রফি জিতেছে, প্রত্যেকটির ফাইনালে (ফাইনালিসিমা অবশ্য ইউরো চ্যাম্পিয়নদের সঙ্গে একটিই ম্যাচ) গোল করেছেন মারিয়া। কলম্বিয়ার বিরুদ্ধে সোমবারও কি সেই রেকর্ড অটুট থাকবে? কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচেও কি গোল করবেন দি মারিয়া?
সব মিলিয়ে ম্যাচ নিয়ে উন্মাদনা চরমে। আর তার জের পড়েছে স্টেডিয়ামের বাইরে বেনজির হুড়োহুড়িতে।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ২-১ হারিয়ে রেকর্ড চতুর্থবার ইউরো চ্যাম্পিয়ন স্পেন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।