(Source: ECI/ABP News/ABP Majha)
Ronaldo-Messi Picture: বিশ্বকাপের আগেই এক ফ্রেমে ধরা দিলেন মেসি-রোনাল্ডো
FIFA WC 2022: সম্ভবত নিজেদের শেষ ফুটবল বিশ্বকাপে মাঠে নামার আগেই এক ফ্রেমে ধরা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি।
নয়াদিল্লি: আজ থেকেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022)। কাতারে আয়োজিত টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে। তার আগেই এক ফ্রেমে ধরা দিলেন সাম্প্রতিক সময়ের সম্ভবত দুই সর্বসেরা ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসি (Lionel Messi)।
এক ফ্রেমে রোনাল্ডো-মেসি
বিগত দেড় দশক ধরে ফুটবলবিশ্ব শাসন করেছেন মেসি ও রোনাল্ডো। দুই মহাতারকার মধ্যে কে সেরা, সেই নিয়ে চর্চার অন্ত নেই। দুই তারকার মধ্যে কে সেরা নিয়ে তারকাদের অনুরাগীদের মধ্যে প্রায়শই কোন ফুটবলার সেরা, তা নিয়ে তর্ক-বিতর্ক চলতেই থাকে। আসন্ন বিশ্বকাপেও সেই তর্ক-বিতর্কের পালা থামার নয়। আবার কিছু সমর্থক রোনাল্ডো ও মেসি অন্তত একবার একই দলের হয়ে খেলতে দেখার স্বপ্নও দেখেন। মাঠে দুইজন একসঙ্গে কবে খেলবেন, আদৌ খেলবেন কি না, তা সময়ই বলবে। তবে বিশ্বকাপের আগে অন্তত এক ফ্রেমে দেখা গেল দুই তারকাকে।
বিশ্বকাপের প্রাক্কালে এক নামি পোশাক সংস্থার হয়ে একই ফ্রমে ধরা দিলেন দুই কিংবদন্তি। সেই ছবি মেসি ও রোনাল্ডো, উভয়েই নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। ছবিতে এক দাবির বোর্ডের মতো স্যুটকেসের দুই পাশে দুই মহাতারকা বসে রয়েছেন। তাঁদের দাবা খেলায় মত্ত অবস্থায়ই দেখা যাচ্ছে। দুই তারকাই নিজের ছবির ক্যাপশনে লেখেন, 'বিজয় হল মনের অবস্থা।' স্বাভাবিকভাবেই দুই তারকার এক ফ্রেমে ধরা পড়ার এই ছবি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে দুই তারকার ছবি মিলিয়ে ইতিমধ্যেই ৪.৭ কোটির অিক লাইকও পড়ে গিয়েছে।
View this post on Instagram
View this post on Instagram
শেষ বিশ্বকাপ!
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিও রোনাল্ডোর শেয়ার করা ছবিতে কমেন্ট করেছেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই কাতারে পৌঁছে গিয়েছেন দুই তারকাই। নিজেদের পঞ্চম বিশ্বকাপে অংশগ্রহণ করছেন মেসি ও রোনাল্ডো। সম্ভবত এটিই তাঁদের শেষ বিশ্বকাপ। তাই নিজেদের শেষ বিশ্বকাপে দলকে জেতাতে নিঃসন্দেহে মরিয়া হয়েই মাঠে নামবেন দুই তারকাই। প্রসঙ্গত, বিশ্বকাপে ৯ ম্যাচে ছয় গোল করেছেন মেসি, ১৭ ম্যাচে ৭ গোল করার কৃতিত্ব রয়েছে রোনাল্ডোর দখলে।
আরও পড়ুুন: বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা ফ্রান্স শিবিরে, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেঞ্জেমা