FIFA WC 2022: বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা ফ্রান্স শিবিরে, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেঞ্জেমা
Karim Benzema: বাঁ-দিকের উরুতে অনুশীলনের সময় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেঞ্জেমা।
দোহা: আজ থেকে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA WC 2022)। মেগা টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই বিরাট বড় ধাক্কা গত বারের চ্যাম্পিয়ন দল ফ্রান্স। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ছিটকে গেলেন ব্যালন ডি'অর জয়ী তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমা (Karim Benzema)। শনিবার রাতে ফরাসি দলের অনুশীলনের সময় চোট পান ৩৪ বছর বয়সি তারকা। এই চোটের ফলেই তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।
ছিটকে গেলেন বেঞ্জেমা
বাঁ-দিকের উরুতে অনুশীলনের সময় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেঞ্জেমা। বেঞ্জেমা শনিবার ফরাসি দলের হয়ে প্রথমবার সম্পূর্ণ অনুশীলনে অংশগ্রহণ করছিলেন, আর সেই অনুশীলনেই লাগে চোট। ব্যথা অনুভব করায় প্রাথমিকভাবে তিনি অনুশীলন ছেড়ে বেরিয়ে যান। তারপরেই পরীক্ষার পর ফরাসি ফুটবল ফেডারেশনের তরফে বেঞ্জেমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। এক বিবৃতিতে ফেডারেশনের তরফে বলা হয়, 'করিম বেঞ্জেমা ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। বাঁ-দিকের উরুতে চোট পাওয়ায় তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না। দোহার এক হাসপাতালে ওঁর এমআইএর করার পর জানা যায় ওঁর পেশি ছিঁড়ে গিয়েছে।'
বেঞ্জেমার বার্তা
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বেঞ্জেমা লেখেন, 'আমি আমার জীবনে কোনওদিনও হার মানেনি। তবে আজ আমাকে আমরা দলের কথা ভাবতে হবে, যেমনটা আমি বরাবর ভেবে এসেছি। তাই আমাকে এমন একজনের জন্য নিজের জায়গা ছেড়ে দিতে হবে যে আমাদের দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারবে। আপনাদের সকলের বার্তার জন্য অনেক ধন্যবাদ।'
View this post on Instagram
বিশ্বকাপ থেকে আগেই পল পোগবা ও এনগোলো কঁতের মতে তারকারা ফরাসি দল থেকে ছিটকে গিয়েছিলেন। দিন কয়েক আগেই তারকা ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুঙ্কুও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হলেন বেঞ্জেমা।
আরও পড়ুন: ট্যাটু দিয়ে যায় চেনা, এ তো এক গল্প অজানা...