FIFA WC 2022: বাবাকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন আলভারেজ, মাঠে নেমেই ভাসলেন আবেগে
Kevin Álvarez: আর্জেন্তিনার বিরুদ্ধে মেক্সিকোর হয়ে রাইট ব্যাকের দায়িত্ব সামলান ২৩ বছর বয়সি কেভিন আলভারেজ।
দোহা: কাতারে রমরমিয়ে চলছে ফুটবল বিশ্বকাপের (FIFA WC 2022) মহারণ। প্রতিটি বিশ্বকাপ কতই না রূপকথা রচিত হয়, কত তারকার স্বপ্নপূরণ হয়। এই বিশ্বকাপে স্বপ্নপূরণ ঘটেছে মেক্সিকোর কেভিন আলভারেজের (Kevin Álvarez)। বা বলা ভাল নিজের প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হয়েছেন তিনি। আর্জেন্তিনা বিরুদ্ধে মেক্সিকোর হয়ে ম্যাচে (Argentina vs Mexico) মাঠে নেমে জাতীয় সঙ্গীতের সময় আবেগঘন হয়ে পড়লেন আলভারেজ। তাঁর চোখে জল আসার অবশ্য যথেষ্ট কারণও আছে।
প্রতিশ্রুতি পূরণ
১৬ বছর আগে ২০০৬ সালে কেভিনের বয়স যখন মাত্র সাত তখন তাঁর বাবা ফেলিপে ডে জিসাস ব্রজাঘাতে মারা যান। কেভিনের বাবাই তাঁর প্রথম কোচ। তাঁর হাতেই ছোট্ট কেভিন ফুটবলের প্রেমে পড়েন এবং তাঁর হাতেখড়িও হয়। বাবার আচমকা পরলোক গমনে ভেঙে না পড়ে মনে মনে কেভিন প্রতিশ্রুতি করেন যে তিনি পেশাদার ফুটবলার হবেন। সেই প্রতিশ্রুতি মনে রাখার জন্যই মেক্সিকোর ২৬ নম্বর জার্সিধারী ফুটবলারের গলায় ট্যাটু করা 'স্টার্টেড উইথ আ প্রমিস' অর্থাৎ এক প্রতিশ্রুতি থেকেই সবটা শুরু হয়েছে।
আলভারেজ তাঁর বাবাকে ১৬ বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি লিগা এমএক্সের (মেক্সিকোর প্রথম ডিভিশন ফুটবল লিগ) মতো বড় লিগে খেলবেন। সেই লিগে খেলার প্রতিশ্রুতি সদ্যই পূরণ হয়েছে। ২৩ বছর বয়সি ফুটবলার গত অক্টোবরেই পাচুকার হয়ে মেক্সিকোর লিগ জিতেছেন। আলভারেজ সেই দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন। এবার বিশ্বকাপের মহারণে মেক্সিকোর হয়ে মাঠে নামলেন তিনি।
মেক্সিকোর হার
আর্জেন্তিনার বিরুদ্ধে মেক্সিকোর হয়ে লাউতারো মার্টিনেজদের আটকানোর গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে। ঘণ্টাখানেক মতো তা করতে সক্ষম হলেও শেষমেশ অবশ্য মেক্সিকোকে ২-০ গোলে হারতেই হল। সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হার। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আর্জেন্তিনার (Argentina)। কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়ে কাটাছেঁড়া চলছিল গোটা বিশ্বে।
জবাব দেওয়ার জন্য বিশ্বকাপকেই বেছে নিলেন মেসি। মেক্সিকোর (Mexico) বিরুদ্ধে ঝলসে উঠল তাঁর বাঁ পা। বিশ্বকাপে মেক্সিকোকে ২-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্তিনা। ম্যাচের ৬৪ মিনিটে বাঁ পায়ের দুরন্ত মাটি ঘেঁষা ভলিতে গোল করলেন আর্জেন্তিনার অধিনায়ক। সেই সঙ্গে ছুুঁয়ে ফেললেন দিয়েগো মারাদোনাকে (Diego Maradona)। বিশ্বকাপে আর্জেন্তিনার জার্সিতে মারাদোনার মতোই ২১ ম্যাচে ৮ গোল মেসির। কিংবদন্তির রেকর্ড যেদিন স্পর্শ করলেন মেসি, তার আগের দিনই ফুটবলের রাজপুত্রের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গিয়েছে।
মহাতারকার জ্বলে ওঠার দিন নতুন তারার সন্ধানও যেন পেল আর্জেন্তিনা। তিনি এনজো ফার্নান্দেজ । বয়স মাত্র ২১। ম্যাচের ৮৬ মিনিটের মাথায় মেক্সিকো বক্সের বাঁদিকে ঢুকে পড়ে ডান পায়ের ইনস্টেপে গোলার মতো শট জালে জড়িয়ে দিলেন। মেক্সিকোর গোলকিপার গিয়ের্মো ওচোয়া, গোলপোস্টের নিচে যাঁর বিশ্বজোড়া খ্য়াতি, শরীর শূন্যে ভাসিয়েও সেই শট রুখতে পারলেন না।
আরও পড়ুন: সৌদি আরবের কাছে ২ গোল হজম করে মনোবিদের শরণাপন্ন হয়েছিলেন আর্জেন্তিনার গোলকিপার