FIFA WC Warm Up: তারুণ্যের উচ্ছ্বাসে জয় পেল স্পেন, রোনাল্ডোর অনুপস্থিতিতে পর্তুগালকে জেতালেন ব্রুনো
Ansu Fati: ২০২০ সালের অক্টোবরের পরে স্পেনের জার্সি গায়ে আন্সু ফাটি জর্ডনের বিরুদ্ধেই প্রথমবার মাঠে। দেশের জার্সি গায়ে চাপে মাঠে নেমেই গোল পেলেন তিনি।
দোহা: ফুটবল বিশ্বকাপ (FIFA WC 2022) শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি রয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে সব দলগুলিই। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলে ফেলল স্পেন (Spain Football Team), পর্তুগালও (Portugal Football Team)। দুই ইউরোপিয়ান শক্তিধর দেশই বড় ব্যবধানে জয়ও পেল। জর্ডনের বিরুদ্ধে ৩-১ জয় পেল স্পেন। নাইজিরিয়াকে ৪-০ গোলে হারাল পর্তুগাল।
তারুণ্যের উচ্ছ্বাস
তারুণ্যের উচ্ছ্বাসে ভর করেই বিশ্বজয়ের লক্ষ্যে দল গড়েছেন স্পেনের কোচ লুইস এনরিকে। সেই তরুণ তারকারাই জেতালেন লা রোহাকে। স্পেনের হয়ে এদিন দুই ২০ বছর বয়সি তারকা আন্সু ফাটি (Ansu Fati) ও নিকো উইলিয়ামস গোল করেন। অপর গোলটি আসে ১৮ বছর বয়সি গাভির পা থেকে। ম্যাচের ১৩ মিনিটের মাথায় ফাটি পেনাল্টি বক্সের মধ্যে থেকে শট নিয়ে গোল করেন। প্রথমার্ধে আর কোনও গল হয়নি। গাভি ৫৬ মিনিটে ম্য়াচের দ্বিতীয় গোলটি করেন। ফাটির বদলে দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে মাঠে নামেন নিকো উইলিয়ামস। ৮৪ মিনিটে স্পেনকে ৩-০ এগিয়ে দেন তিনি।
চোটের জন্য বহুদিন মাঠের বাইরে থাকার পর স্পেনের জার্সি গায়ে ফাটির প্রত্যাবর্তনটা কিন্তু মন্দ হল না। ২০২০ সালের অক্টোবরের পরে এটিই লা রোহার জার্সি গায়ে ফাটির প্রথম ম্যাচ ছিল। ম্যাচের ৯২ মিনিটে জর্ডনের হয়ে সান্ত্বনা গোল করেন হামজা। ২৩ তারিখ কোস্টা রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। ব্রুনো ফার্নান্ডেজের দাপটে জয় পেল পর্তুগালও। এদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে নামতে পারেননি। তিনি পেটের সমস্যায় ভুগছেন বলে দলের কোচ ফার্নান্দো স্যান্টোস। তবে তাতে পর্তুগালের জয় পেতে বিন্দুমাত্র অসুবিধা হল না। রোনাল্ডোর অনুপস্থিতিতে জ্বলে উঠলেন ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes)।
দুরন্ত ব্রুনো
প্রথমার্ধে ম্যাচের নয় মিনিটের মাথায় পর্তুগালকে এগিয়ে দেন ব্রুনো। ৩৫ মিনিটে পেনাল্টি থেকেই তিনিই দলের ব্যবধান দ্বিগুণ করেন। গঞ্জালো রামোস ও জাও মারিয়ো দ্বিতীয়ার্ধের একেবারে শেষের দিকে যথাক্রমে ৮২ ও ৮৪ মিনিটের মাথায় গোল করে পর্তুগালের জয় সুনিশ্চিত করেন। ইমানুয়েল ডেনিস নাইজিরিয়ার হয়ে এক গোল শোধ করার সুযোগ পেয়েছিলেন বটে। তবে তিনি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। পর্তুগাল ২৪ নভেম্বর ঘানার বিরুদ্ধে ম্য়াচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপই হবে সেরা, সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান রোনাল্ডো