Cristiano Ronaldo Record: একমাত্র ফুটবলার হিসাবে ৫ বিশ্বকাপে গোল! বিরল কীর্তি রোনাল্ডোর
Portugal vs Ghana: অভিনব এক রেকর্ড গড়ে ফেললেন সি আর সেভেন। বিশ্ব ফুটবলে তিনিই প্রথম যাঁর পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল রয়েছে। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২, পাঁচ বিশ্বকাপে গোল করে ফেললেন সি আর সেভেন।
দোহা: লিওনেল মেসি (Lionel Messi) পারেননি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিলেও শেষরক্ষা হয়নি। সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল আর্জেন্তিনা। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) পারলেন। পেনাল্টি থেকে গোল করলেন। ঘানার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে পর্তুগালও জিতল ৩-২ গোলে।
আর সেই সঙ্গে অভিনব এক রেকর্ড গড়ে ফেললেন সি আর সেভেন। বিশ্ব ফুটবলে তিনিই প্রথম যাঁর পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল রয়েছে। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২, পাঁচ বিশ্বকাপে গোল করে ফেললেন সি আর সেভেন।
এই প্রথম বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতল পর্তুগাল। পাশাপাশি আরও একটি নজির গড়ল পর্তুগাল। এই নিয়ে বিশ্বকাপে আফ্রিকার দেশগুলির বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচে অপরাজিত রইল পর্তুগাল। পাশাপাশি ঘানা বিশ্বকাপে নিজেদের শেষ পাঁচ ম্য়াচে জয়ের মুখ দেখল না। তার মধ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচে চারবারের মধ্যে তিনবারই হেরে গেল ঘানা।
পেনাল্টি থেকে গোল করে সৌদি আরবের বিরুদ্ধে আর্জেন্তিনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। যদিও ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্তিনার মহানায়ককে।
শ্রেষ্ঠত্বের বিচারে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo) বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচে গোল করে দলকে এগিয়ে দিলেন। কিন্তু তার পরেও যখন ঘানা (Portugal vs Ghana) সেই গোল শোধ করে দিল, অনেকে প্রমাদ গুনেছিলেন। মেসির মতোই কি মাথা হেঁট করে মাঠ ছাড়তে হবে সিআরসেভেনকে?
কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। হাড্ডাহাড্ডি ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করল পর্তুগাল।
View this post on Instagram
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। যদিও তার ৮ মিনিটের মধ্যে সমতা ফেরান ঘানার অধিনায়ক আন্দ্রে আয়েউ। ৭৮ মিনিটে হোয়াও ফেলিক্স পর্তুগালের দ্বিতীয় গোলটি করেন। তার ২ মিনিটের মধ্যে ৩-১ করেন রাফায়েল লিয়াও। ৮৯ মিনিটে ওসমান বুকারি ব্যবধান কমান। কিন্তু আর সমতা ফেরাতে পারেননি। পর্তুগাল ম্যাচ জেতে ৩-২ ব্যবধানে।
আরও পড়ুন: মেসিতে আস্থা, আর্জেন্তিনীয়রা এখনও নক আউটের স্বপ্ন দেখছেন, দোহায় উপলব্ধি বাঙালি ফুটবলপ্রেমীর