FIFA World Cup 2022: নির্বাসনের ভয়! প্রতিবাদের রাস্তা থেকে পিছু হঠল ইউরোপের ৭ দেশ
FIFA World Cup: বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বিশেষ একটি ব্রেসলেট পরে বিশ্বকাপে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপের ৭টি দেশ। তবে নির্বাসিত হওয়ার আশঙ্কায় সেই সিদ্ধান্ত বদল করল তারা।
![FIFA World Cup 2022: নির্বাসনের ভয়! প্রতিবাদের রাস্তা থেকে পিছু হঠল ইউরোপের ৭ দেশ FIFA World Cup 2022: England, 6 Other Europe Captains Not To Wear 'OneLove' Armband In Qatar, Say Reports FIFA World Cup 2022: নির্বাসনের ভয়! প্রতিবাদের রাস্তা থেকে পিছু হঠল ইউরোপের ৭ দেশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/21/af5b912928ed0ae580a4ff6021ad80e3166903549524750_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দোহা: বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বিশেষ একটি ব্রেসলেট পরে বিশ্বকাপে (FIFA World Cup) মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপের ৭টি দেশ। তবে নির্বাসিত হওয়ার আশঙ্কায় সেই সিদ্ধান্ত বদল করল তারা।
ইংল্যান্ড, ওয়েলশ, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস ও স্যুইৎজারল্যান্ড - এই সাত দেশ সিদ্ধান্ত নিয়েছিল বৈষম্যের প্রতিবাদে তাঁদের ফুটবলাররা একটি বিশেষ ব্রেসলেট পরে মাঠে নামবেন। যে ব্রেসলেটের নামকরণ করা হয়েছিল ওয়ান লাভ। এই সাত দেশের মধ্যে সোমবার মাঠে নামছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও ওয়েলশ। অনেকেই দেখতে চাইছিলেন যে, এই তিন দল সোমবার ওয়ান লাভ ব্রেসলেট পরে মাঠে নামেন কি না।
কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল সাত দেশই। ফিফার (FIFA) নিয়ম অনুযায়ী, ফুটবলের মাঠ থেকে কোনও রাজনৈতিক বার্তা দিলে বা ইঙ্গিত বহনকারী কাজ করলে সংশ্লিষ্ট দেশ বা ফুটবলারকে নির্বাসিত পর্যন্ত করা হতে পারে। অধিনায়কদের হলুদ কার্ড দেখানো হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। বিশ্বকাপ চলাকালীন সেইরকম কোনও বিতর্ক যাতে না হয়, সেই কারণে ব্রেসলেট পরার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল এই সাত দেশ। ইংল্যান্ড বনাম ইরান ম্যাচের কয়েক ঘণ্টা আগে সেই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে ফিফার অনমনীয় মনোভাবের সমালোচনাও করা হয়েছে।
অভিযান শুরু ইংল্যান্ডের
থ্রি লায়ন্সের বিশ্বকাপ অভিযান। এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’দেশ। ২০১৮-তে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল। আর, ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল। হ্যারি কেন অ্যান্ড কোম্পানির দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও শেষ মুহূর্তে খালি হাতে ফিরে আসা। কোথায় যে ফাঁক রয়ে যায়! তবু, ইরানকে উড়িয়েই কাতারে একটা দুর্দান্ত শুরু করতে চায় গ্যারেথ সাউথগেটের ছেলেরা। সেজন্য কোচের বাজি অবশ্যই ক্যাপ্টেন হ্যারি কেন।
হ্যারি কেন। দেশের হয়ে ৭৫ টি ম্যাচে করেছেন ৫১ টি গোল। গত বিশ্বকাপের টপ স্কোরার। করেছিলেন ৬ গোল। তবে, কেভিন ফিলিপস্, কাইল ওয়াকারদের চোট-সমস্যা ভাবাচ্ছে ইংলিশ কোচকে। ভরসা বহুযুদ্ধের পোড় খাওয়া নায়ক রহিম স্টার্লিং। সুযোগ পেলে হিসেব উল্টে দিতে পারেন বিস্ময় প্রতিভা ফিল ফডেনও। যুব বিশ্বকাপে যাঁর স্কিলের সাক্ষী রয়েছে ভারত।
ইরানও অবশ্য ছেড়ে কথা বলবে না। টুর্নামেন্টের শুরুতেই বড় অঘটন ঘটাতে চাইবে তারা। সেজন্য তাদের বাজি স্ট্রাইকার মেহদি তারেমি। সোমবার একটা টানটান থ্রিলারের অপেক্ষায় দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।
এর আগে কোনও ম্যাচে ইংল্য়ান্ড ও ইরান পরস্পর মুখোমুখি হয়নি। এবারই প্রথমবার মাঠে নামতে চলেছে ২ দল একে অপরের বিরুদ্ধে। শেষ ৫ ম্যাচের মধ্যে একটি ম্যাচও জিততে পারেনি থ্রি লায়ন্সরা। তবে ইরান তাঁদের শেষ ৫ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতেছে।
আরও পড়ুন: ঝাঁ চকচকে রুম, কাতারে মেসির অন্দরমহলে উঁকি মারবেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)