India vs Malaysia: গোলকিপার ও ডিফেন্সের ভুলে গোল হজম করেও কোনওমতে ড্র ভারতের, এক বছর জয়হীন
FIFA Friendly: ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার কোচ মানোলো মার্কেজ। একই সঙ্গে ভারতের জাতীয় দলেরও প্রশিক্ষক। টানা ব্যর্থতার দায়ে ক্রোয়েশিয়ার ইগর স্তিমাচকে সরিয়ে দিয়েছিল এআইএফএফ।
হায়দরাবাদ: ইগর স্তিমাচকে সরিয়ে দেওয়ার পর থেকে ভারতের জাতীয় ফুটবল দলের দায়িত্বে মানোলো মার্কেজ। কিন্তু নতুন কোচের অধীনে এখনও জয়হীন রইল ভারত। সোমবার হায়দরাবাদের গাচ্চিবৌলি স্টেডিয়ামে মালয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারত।
পাওলো জোসুর গোলে শুরুতেই পিছিয়ে পড়েছিল ভারত। পরে রাহুল ভেকে গোল (Rahul Bheke) গোল করে ম্য়াচে সমতা ফেরান । মানোলো মার্কেজের (Manolo Marquez) প্রশিক্ষণে এটা ছিল ভারতের চতুর্থ ম্যাচ। কিন্তু এখনও জয়ের মুখ দেখেনি ভারত। এই ড্রয়ের ফলে চলতি বছরে জয়হীন রইল ভারত। চলতি বছরে আন্তর্জাতির ম্যাচে মরিশাসের সঙ্গে ড্র করেছিল ভারত। ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল। শেষ প্রীতি ম্যাচে ভিয়েতনামের সঙ্গে ১-১ ড্র করেছিল ভারত।
সোমবার ভারতের ড্রয়ের পর আঙুল উঠছে গোলকিপার ও ডিফেন্সের দিকে। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে পিছিয়ে মালয়েশিয়া। অথচ তাদের বিরুদ্ধে ডিফেন্স এবং গোলকিপারের ভুলে ম্যাচের ১৯ মিনিটেই গোল হজম করে ভারত। প্রীতি ম্যাচ হলেও ভারতের কোচ মানোলো মার্কেজ ভরসা দিয়েছিলেন যে, তাঁর ফুটবলারদের তাগিদের কোনও অভাব থাকবে না। তাগিদ ছিল, কিন্তু জয় এল কই! ম্যাচের ৩৯ মিনিটে সেট পিস থেকে গোল শোধ করেন ডিফেন্ডার রাহুল ভেকে। তা না হলে ঘরের মাঠে হেরেই মাঠ ছাড়তে হতো ব্লু টাইগার্সকে।
আরও পড়ুন: ভারত সরাসরি আমাদের সঙ্গে কথা বলুক, দাবি তুললে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান
২০২৪ সালে এটিই ছিল ভারতের শেষ আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু স্বস্তি নিয়ে বছর শেষ করা গেল না। বরং কোচ মানোলোকে নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল বিভিন্ন মহল থেকে। তিনি জাতীয় দলের কোচ। আবার ফ্র্যাঞ্চাইজি দলেরও। দ্বৈত ভূমিকা পালন আদৌ সম্ভব হচ্ছে কি তাঁর পক্ষে? প্রশ্ন জোরাল থেকে জোরালতর হচ্ছে।
ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার কোচ মানোলো মার্কেজ। একই সঙ্গে ভারতের জাতীয় দলেরও প্রশিক্ষক। টানা ব্যর্থতার দায়ে ক্রোয়েশিয়ার ইগর স্তিমাচকে সরিয়ে দিয়েছিল এআইএফএফ। দায়িত্ব দেওয়া হয়েছিল স্প্যানিশ কোচ মানোলোকে। যদিও মাঠের পারফরম্যান্স তাতে বদলায়নি।
আরও পড়ুন: আইপিএল নিলামের আগে বাংলার হয়ে টি-২০-ও খেলবেন শামি, সৈয়দ মুস্তাক আলিতে অধিনায়ক কে?