East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে ১১ জানুয়ারি আইএসএল ডার্বি ঘিরে প্রবল অনিশ্চয়তা, কী বললেন ক্রীড়ামন্ত্রী?
Indian Super League: আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে। সেই মেলা আয়োজনের পাশাপাশি পুণ্যার্থীদের যাতায়াতের তত্ত্বাবধান করার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করতে হবে।
কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ফিরতি ডার্বি ঘিরে জটিলতা আগেই তৈরি হয়েছিল। এবার ১১ জানুয়ারির ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) ডার্বি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সাফ জানিয়ে দিলেন, ১১ জানুয়ারি যুবভারতীতে ISL ডার্বি ঘিরে অনিশ্চয়তা রয়েছে। কারণ, গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে প্রচুর পুলিশ মোতায়েন করা হবে বলে ফুটবল ম্যাচ আয়োজনের সঠিক নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না।
মঙ্গলবার হায়দরাবাদে সন্তোষ ট্রফির ফাইনালে নামছে বাংলা। প্রতিপক্ষ কেরল। বাংলার সাফল্য নিয়ে সোমবার নিউ সেক্রেটারিয়েটের ক্রীড়া দফতরে আইএফএ-র সভাপতি, সহ-সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ সিনহা ও দফতরের অন্যান্য আধিকারিকরা। কোচ সঞ্জয় সেন ও বাংলার অধিনায়ক চাকু মান্ডির সঙ্গে ফোনে কথা বলে উৎসাহিত করেন ক্রীড়ামন্ত্রী।
আরও পড়ুন: তিতাস-রিচা খেললেও মধ্য প্রদেশের কাছে বিরাট পরাজয় বাংলার, ঝুলনের সামনেই ফাইনালে স্বপ্নভঙ্গ
সেখানেই সাংবাদিকদের অরূপ বলেন, 'গঙ্গাসাগর মেলার জন্য ডার্বিতে পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে আগেই আয়োজক মোহনবাগানকে চিঠি দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট।'
আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে। সেই মেলা আয়োজনের পাশাপাশি পুণ্যার্থীদের যাতায়াতের তত্ত্বাবধান করার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করতে হবে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জঙ্গি ধরা পড়ায় বর্ষবরণের আবহে নিরাপত্তা এমনিতেই আঁটসাঁট করা হয়েছে। বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গঙ্গাসাগরের জন্যই ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। তাই ডার্বির জন্য আর পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।
সোমবার অরূপ সাংবাদিকদের জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি তাঁরা ২৫ দিন আগেই আয়োজকদের জানিয়ে দিয়েছেন। ফিরতি পর্বের ডার্বির আয়োজক মোহনবাগান। তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি দিন দুয়েক আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফেও ডার্বিতে পুলিশি নিরাপত্তা দেওয়া যাবে না জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যশস্বীকে ভুল আউট দিয়ে কি ভারতকে হারিয়ে দিলেন বাংলাদেশের আম্পায়ার? শরফুদ্দৌলাকে নিয়ে তোলপাড়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।