Mohun Bagan vs Bengaluru FC: বেঙ্গালুরুতে বিপর্যস্ত মোহনবাগান, সুনীলদের ধাক্কায় ৩-০ গোলে নৌকাডুবি
Indian Super League: শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-র কাছে সেই তিনের কাঁটায় বিদ্ধ মোহনবাগানও। ৩-০ গোলে মোহনবাগানকে হারাল বেঙ্গালুরু এফসি।
বেঙ্গালুরু: ইন্ডিয়ান সুপার লিগে তিনের অভিশাপ যেন পিছু ছাড়ছে না কলকাতার দলের।
শুক্রবার এফসি গোয়ার কাছে ৩-২ গোলে হেরেছে ইস্টবেঙ্গল এফসি। বোরহা এরেরা হ্যাটট্রিক করে লাল-হলুদ মশাল নিভিয়েছিলেন। আইএসএলে টানা তিন ম্যাচে হেরে বিপাকে ইস্টবেঙ্গল।
শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-র কাছে সেই তিনের কাঁটায় বিদ্ধ মোহনবাগানও। ৩-০ গোলে মোহনবাগানকে হারাল বেঙ্গালুরু এফসি।
আরও পড়ুন: ভারতের টি-২০ দলে ডাক পেলেন কেকেআরের তিন ক্রিকেটার, রয়েছে বিরাট চমকও
চলতি আইএসএলে মোহনবাগান তাদের প্রথম দুই ম্যাচই খেলেছে ঘরের মাঠে। সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে। শনিবারই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলল তারা। আর প্রথম অ্যাওয়ে ম্যাচে তিক্ত অভিজ্ঞতা হল। শুরু হল বেঙ্গালুরু এফসি-র কাছে হার দিয়ে।
বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগানের ম্যাচে শুরু থেকেই চাপ তৈরি করেছিল বেঙ্গালুরু। ম্যাচের কিক অফের পর থেকেই তীব্র আক্রমণে সবুজ-মেরুনের রক্ষণকে বারবার পরীক্ষার মুখে ফেলে দিচ্ছিলেন সুনীল ছেত্রীরা। ম্যাচের ঠিক ৯ মিনিটের মাথায় বেঙ্গালুরুকে গোল করে এগিয়ে দেন এডগার মেন্ডেজ। মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথকে টপকে তিনি বল জালে জড়িয়ে দেন।
সামান্য পরেই সুনীল ছেত্রীর সহায়তায় ব্যবধান বাড়ায় বেঙ্গালুরু এফসি। সবুজ মেরুনের জালে বল জড়িয়ে দেন বেঙ্গালুরুর সুরেশ সিং ওয়াংজাম। মোহনবাগানকে ম্যাচে ফেরত আনতে সেই সময় দলে বেশ কিছু পরিবর্তন করেন কোচ হোসে মোলিনা। ৪৬ মিনিটের মাথায় অভিষেক সূর্যবংশীকে তুলে নিয়ে নামান আব্দুল সামাদকে। যদিও তাতে লাভ হয়নি।
Three games. 🔥 Three wins. ✅ Top of the table! 💪
— Bengaluru FC (@bengalurufc) September 28, 2024
Let's keep this going, Bengaluru! 🫡#BFCMBSG #WeAreBFC #ನೀಲಿಎಂದೆಂದಿಗೂ pic.twitter.com/if45iGZ9uJ
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও লজ্জা অপেক্ষা করেছিল মোহনবাগানের জন্য। ৫১ মিনিটের মাথায় বক্সের মধ্যে ফাউল করায় মোহনবাগানের বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বেঙ্গালুরুর হয়ে শট নিতে আসেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি গোল করে মোহনবাগানের হারের জ্বালা বাড়ান। সেই সঙ্গে একটি নজিরও গড়লেন সুনীল। আইএসএলে সবচেয়ে বেশি গোলের মালিক এখন মোহনবাগানের প্রাক্তনীই।
এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের জায়গা আরও পোক্ত করল বেঙ্গালুরু।
আরও পড়ুন: গুরুতর অভিযোগ, বাংলাদেশের সুপারফ্যান টাইগার রবিকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।